ETV Bharat / bharat

HIV Positive: গাজিয়াবাদের ডাসনা সংশোধনাগারে এইডস আক্রান্ত 140 বন্দি ! - উত্তরপ্রদেশের খবর

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের (Ghaziabad) ডাসনা সংশোধনাগারের (Dasna Jail) 140 জন বন্দি এইচআইভি পজিটিভি (HIV Positive) ! একইসঙ্গে, যক্ষা রোগ (Tuberculosis) বা টিবি (TB)-তে আক্রান্ত আরও 35 জন ৷ কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

140 inmates at Dasna Jail of Ghaziabad are HIV Positive
HIV Positive: গাজিয়াবাদের ডাসনা সংশোধনাগারে এইডস আক্রান্ত 140 বন্দি !
author img

By

Published : Nov 17, 2022, 3:42 PM IST

গাজিয়াবাদ, 17 নভেম্বর: সংশোধনাগারে বন্দি 140 জনের শরীরে মিলল মারণ এইডস-এর (AIDS) উপস্থিতির প্রমাণ ! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে (Ghaziabad) ৷ কারণ, এখানকার ডাসনা সংশোধনাগারেই (Dasna Jail) বন্দি 140 জন আবাসিকের রক্তের নমুনা পরীক্ষা করে জানা গিয়েছে, তাঁরা সকলেই এইচআইভি পজিটিভ (HIV Positive) ৷ একইসঙ্গে, 35 জন অন্য বন্দির শরীরে মিলেছে যক্ষা রোগ (Tuberculosis) বা টিবি (TB)-এর উপস্থিতি ৷

ডাসনা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, এখানে বর্তমানে প্রায় 5 হাজার 500 জন বন্দি রয়েছেন ৷ তাঁদের মধ্য়ে 140 জনই ভয়ঙ্কর মারণব্যধিতে আক্রান্ত ! কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে দাবি সূত্রের ৷ যদিও এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই কাঠগড়ায় তোলা হচ্ছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৷ সংশোধনাগারের ভিতরে বন্দিরা কী অবস্থায় থাকেন, তা নিয়েই মূলত প্রশ্ন উঠছে ৷ প্রশ্ন উঠছে, ওই 140 জন বন্দি কি সংশোধনাগারে আসার আগে থেকেই এইডস-এ আক্রান্ত ছিলেন ? নাকি সংশোধনাগারে আসার পর তাঁরা এই মারণরোগের কবলে পড়েছেন ? দ্বিতীয়টা হলে ভবিষ্যতে কর্তৃপক্ষকে তার জন্য জবাবদিহি করতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন: সেনা আধিকারিকের মেয়ের শ্লীলতাহানি, ঘটনাস্থল লখনউ

এদিকে, ইতিমধ্য়েই এই ঘটনার কথা স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে ৷ স্থির করা হয়েছে, ডাসনা সংশোধনাগারে বন্দি 5 হাজার 500 জন আবাসিকেরই এইচআইভি পরীক্ষা করানো হবে ৷ রাজ্য কারা দফতর সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্য়েই এইচআইভি পজিটিভ বন্দিদের চিকিৎসার জন্য এইডস কন্ট্রোল সোসাইটিতে পাঠানো হয়েছে ৷ কিন্তু, একসঙ্গে এতজনের সংক্রমণ ভাবাচ্ছে প্রশাসনকে ৷

চিন্তা বাড়িয়েছে একই সংশোধনাগারের আরও 35 জন বন্দির টিবি-তে আক্রান্ত হওয়ার খবরও ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি সংশোধনাগারের অন্দরের আবাসিকদের থাকার অনুকূল পরিবেশ নেই ? তাঁদের রোজের খাদ্যতালিকা নিয়েও প্রশ্ন উঠছে ৷ টিবি-এর সংক্রমণ খুব দ্রুত একজনের থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে ৷ তাই অন্য বন্দিরাও এতে আক্রান্ত হতে পারেন বলে আশংকা করা হচ্ছে ৷ এমনকী, সংশোধনাগারে কর্তব্যরত পুলিশকর্মীরাও আক্রান্ত হতে পারেন টিবি-তে ৷ তাই এক্ষেত্রেও সকলের কফ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

গাজিয়াবাদ, 17 নভেম্বর: সংশোধনাগারে বন্দি 140 জনের শরীরে মিলল মারণ এইডস-এর (AIDS) উপস্থিতির প্রমাণ ! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে (Ghaziabad) ৷ কারণ, এখানকার ডাসনা সংশোধনাগারেই (Dasna Jail) বন্দি 140 জন আবাসিকের রক্তের নমুনা পরীক্ষা করে জানা গিয়েছে, তাঁরা সকলেই এইচআইভি পজিটিভ (HIV Positive) ৷ একইসঙ্গে, 35 জন অন্য বন্দির শরীরে মিলেছে যক্ষা রোগ (Tuberculosis) বা টিবি (TB)-এর উপস্থিতি ৷

ডাসনা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, এখানে বর্তমানে প্রায় 5 হাজার 500 জন বন্দি রয়েছেন ৷ তাঁদের মধ্য়ে 140 জনই ভয়ঙ্কর মারণব্যধিতে আক্রান্ত ! কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে দাবি সূত্রের ৷ যদিও এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই কাঠগড়ায় তোলা হচ্ছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৷ সংশোধনাগারের ভিতরে বন্দিরা কী অবস্থায় থাকেন, তা নিয়েই মূলত প্রশ্ন উঠছে ৷ প্রশ্ন উঠছে, ওই 140 জন বন্দি কি সংশোধনাগারে আসার আগে থেকেই এইডস-এ আক্রান্ত ছিলেন ? নাকি সংশোধনাগারে আসার পর তাঁরা এই মারণরোগের কবলে পড়েছেন ? দ্বিতীয়টা হলে ভবিষ্যতে কর্তৃপক্ষকে তার জন্য জবাবদিহি করতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন: সেনা আধিকারিকের মেয়ের শ্লীলতাহানি, ঘটনাস্থল লখনউ

এদিকে, ইতিমধ্য়েই এই ঘটনার কথা স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে ৷ স্থির করা হয়েছে, ডাসনা সংশোধনাগারে বন্দি 5 হাজার 500 জন আবাসিকেরই এইচআইভি পরীক্ষা করানো হবে ৷ রাজ্য কারা দফতর সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্য়েই এইচআইভি পজিটিভ বন্দিদের চিকিৎসার জন্য এইডস কন্ট্রোল সোসাইটিতে পাঠানো হয়েছে ৷ কিন্তু, একসঙ্গে এতজনের সংক্রমণ ভাবাচ্ছে প্রশাসনকে ৷

চিন্তা বাড়িয়েছে একই সংশোধনাগারের আরও 35 জন বন্দির টিবি-তে আক্রান্ত হওয়ার খবরও ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি সংশোধনাগারের অন্দরের আবাসিকদের থাকার অনুকূল পরিবেশ নেই ? তাঁদের রোজের খাদ্যতালিকা নিয়েও প্রশ্ন উঠছে ৷ টিবি-এর সংক্রমণ খুব দ্রুত একজনের থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে ৷ তাই অন্য বন্দিরাও এতে আক্রান্ত হতে পারেন বলে আশংকা করা হচ্ছে ৷ এমনকী, সংশোধনাগারে কর্তব্যরত পুলিশকর্মীরাও আক্রান্ত হতে পারেন টিবি-তে ৷ তাই এক্ষেত্রেও সকলের কফ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.