গাজিয়াবাদ (উত্তর প্রদেশে), 8 এপ্রিল : কথা বলতে না পারা 14 বছরের এক কিশোরের বিরুদ্ধে বছর দু’য়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ৷ উত্তর প্রদেশের গাজিয়াবাদের লোনি এলাকার ঘটনায় ওই কিশোরকে আটক করা হয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ ৷ এই মুহূর্তে ওই শিশুকে দিল্লির জিটিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, ওই কিশোরের সঙ্গে শিশুটি তার বাড়ির ছাদে খেলছিল ৷ সেই সময় ওই শিশুর মা নিচে ছিলেন ৷ অভিযোগ, তখনই ওই শিশুকে ধর্ষণ করে কিশোরটি ৷ পরে মেয়ের কান্নার আওয়াজ পেয়ে শিশুটির মা ও দাদু ছাদে যান ৷ তখনই ওই কিশোরকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা ৷ অন্য আরেকটি ঘটনায় উত্তর প্রদেশের হিন্দন নদী মেট্রো স্টেশনের কাছে দুই ব্যক্তিকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনাটি গত রবিবার সন্ধ্যায় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন : দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত
পুলিশ জানিয়েছে, গত রবিবার রাতে ওই মহিলা তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ৷ সেই সময় চার ব্যক্তি তাঁকে টেনে নিয়ে যায় এবং তাদের মধ্যে একজন ওই মহিলাকে ধর্ষণ করে ৷ ঘটনায় গত মঙ্গলবার রাতে আসিফ ও শাদাব নামে দুই অভিযুক্তকে পুলিশ ওই মেট্রো স্টেশনের কাছ থেকেই গ্রেফতার করেছে ৷ ঘটনায় ব্যবহৃত গাড়ি, একটি দেশি বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে ৷