বেঙ্গালুরু, 26 এপ্রিল : 14 দিনের লকডাউন ঘোষণা করল কর্নাটক সরকার ৷ সোমবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন ৷ এদিন বেঙ্গালুরুতে বিধান সৌধতে মন্ত্রিসভার বৈঠক করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ৷ ওই বৈঠকের পরই তিনি লকডাউনের ঘোষণা করেন ৷
তিনি জানিয়েছেন, 27 এপ্রিল মধ্যরাত থেকে বলবৎ হবে এই লকডাউন ৷ চলবে পরবর্তী 14 দিন ৷ তবে খোলা থাকবে জরুরি পরিষেবা ৷ মুদিখানা দোকানও সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে ৷ বাকি সমস্ত পরিষেবা বন্ধ থাকবে ৷
করোনার সংক্রমণ ফের হু হু করে বৃদ্ধি পেতে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছেন বলে ইয়েদুরাপ্পা জানিয়েছেন ৷ একই সঙ্গে তিনি জানান যে করোনার সংক্রমণ ঠেকাতে ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়ার দিকে নজর রাখছে প্রশাসন ৷
আরও পড়ুন : ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা
অন্যদিকে এদিন মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান ৷ 18 থেকে 45 বছর পর্যন্ত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ৷