হায়দরাবাদ, 4 মার্চ : ভারতের লাগাতার কূটনৈতিক দৌত্যের ফলে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের খারকিভ ও সুমি থেকে ফেরাতে সাহায্যের হাত এগিয়ে দিল রুশ প্রশাসন ৷ জানা গিয়েছে, যুদ্ধবিধ্বস্ত খারকিভ ও সুমি থেকে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে 130টি বাস পাঠাবে ভ্লাদিমির পুতিনের সরকার ৷
শুক্রবার রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের প্রধান মিখাইল মিজিনটসেভ জানিয়েছেন, রাশিয়ার বেলগোরদ এলাকার নেখোটিয়েভকা ও সুডঝা চেকপয়েন্টে 130টি বাস প্রস্তুত রাখা হয়েছে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করে আনার জন্য ৷ উল্লেখ্য, ইউক্রেনের উপর রাশিয়ার হামলার তীব্রতা দিন দিন বেড়ে চলায়, খারকিভ, সুমির মতো শহরগুলি থেকে ভারতীয়দের নিরাপদে বেরিয়ে আসা প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছে ৷ আটকে পড়া পড়ুয়াদের কীভাবে এই গোলা-গুলির মধ্যে দিয়ে নিরাপদে বের করে আনা হবে তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারত সরকারের ৷ উদ্বিগ্ন পড়ুয়াদের অভিভাবকরাও ৷ ইউক্রেনস্থিত ভারতীয় দূতাবাস পরামর্শ দিয়েছে, পড়ুয়াদের পশ্চিম সীমান্ত দিয়ে পোল্যান্ড, হাঙ্গেরি বা রোমানিয়ায় পৌঁছতে ৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ দূরত্ব কোনও সাহায্য ছাড়া পাড়ি দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন খারকিভ বা সুমিতে আটকে পড়া পড়ুয়ারা ৷
-
Around 300 Indians are in Kharkiv, 700 in Sumy: MEA on stranded Indians in conflict zones in eastern Ukraine
— Press Trust of India (@PTI_News) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Around 300 Indians are in Kharkiv, 700 in Sumy: MEA on stranded Indians in conflict zones in eastern Ukraine
— Press Trust of India (@PTI_News) March 4, 2022Around 300 Indians are in Kharkiv, 700 in Sumy: MEA on stranded Indians in conflict zones in eastern Ukraine
— Press Trust of India (@PTI_News) March 4, 2022
আরও পড়ুন : কিভ ছাড়ার পথে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, ভর্তি হাসপাতালে
বিদেশ মন্ত্রক জানিয়েছে, উত্তর-পূর্ব ইউক্রেনের সুমিতে এই মুহূর্তে প্রায় 700 জন ও খারকিভে 300 জন ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন (Indian Students in Ukraine) ৷ বিভিন্ন বেসমেন্টে আশ্রয় নিয়েছেন তাঁরা ৷ ইউক্রেনের ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন সুমিতে আটকে পড়া পড়ুয়ারা ৷ ইটিভি ভারতকে সুমিতে আটকে পড়া এক পড়ুয়া জানিয়েছেন, তাঁরা যে ছাত্রাবাসে থাকেন তাঁর কাছেই এয়ার স্ট্রাইক করেছে রুশ সেনা ৷ উদ্বেগ ও অনিশ্চয়তা সুর তাঁর গলায়, "আমরা জানি না আগামী দিনে কী হতে চলেছে ৷ আমরা ভারতীয় দূতাবাসে ফোন করেলেও কোনও সাড়া পাচ্ছি না, কেউ ফোন তুলছেন না ৷ পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, অনেকেই অজ্ঞান হয়ে যাচ্ছেন ৷ আলো, জল সরবরাহও বন্ধ পয়ে গিয়েছে ৷" ভারত সরকার দ্রুত তাঁদের উদ্ধার করবে সেই আশাতেই দিন গুনছেন পড়ুয়ারা৷