বেতুল (মধ্য়প্রদেশ), 21 জানুয়ারি : আবারও কিশোরীকে ধর্ষণ । এবারও সেই মধ্য়প্রদেশ ৷ এবার ধর্ষণের পর বছর তেরোর ওই কিশোরীকে পাথর দিয়ে চাপা দেওয়ার অভিযোগ উঠল তার প্রতিবেশীর বিরুদ্ধে ৷ সারনির সাব ডিভিশনাল পুলিশ অফিসার অভয় রাম চৌধুরি জানিয়েছেন, মঙ্গলবার মধ্য়প্রদেশের বেতুল জেলার সারনি শহরের ঘটনাটি ঘটেছে ৷ আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাকে মহারাষ্ট্রের নাগপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভরি করানো হয়েছে ৷
পুলিশ তদন্তের পর জানিয়েছে, বছর তেরোর এক কিশোরীকে ধর্ষণের পর তাকে পাথর দিয়ে চাপা দিয়ে দেওয়া হয় ৷ সেই ঘটনায় ওই কিশোরীর প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ একই সঙ্গে পকসো আইনেও মামলা দায়ের করেছে পুলিশ ৷ নির্যাতিতা কিশোরীকে খুবই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ প্রথমে ওই কিশোরীকে বেতুল জেলা হাসপাতালে ভরতি করানো হয়েছিল ৷ কিন্তু, তার শারীরিক অবস্থার অবনতির হওয়ার কারণে, তাকে নাগপুর মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে ৷
আরও পড়ুন : ধর্ষণ করে খুন, প্রথম শুনানির 23 দিনের মাথায় মৃত্য়ুদণ্ড ঘোষণা আদালতের
মঙ্গলবার স্থানীয়রা বেতুল জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়েছে ৷ তাদের দাবি অভিযুক্তের যাতে ফাঁসির সাজা হয়, তা সুনিশ্চিত করতে হবে ৷ প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে এনিয়ে একাধিক ধর্ষণ ও তারপর খুন বা খুনের চেষ্টার ঘটনা সামনে এসেছে ৷ ফলে স্বাভাবিকভাবেই মধ্য়প্রদেশের আইনশৃঙ্খলা এবং মহিলা ও শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷