নয়াদিল্লি, 22 মার্চ : প্রাসাদতুল্য রাষ্ট্রপতি ভবনের ঝাঁ চকচকে দরবার হল ৷ সেখানেই সোমবার খালি পায়ে এগিয়ে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করলেন 125 বছরের যোগগুরু স্বামী শিবানন্দ (Yoga Guru Swami Sivananda Receives Padma Shri) ৷ পুরস্কার নেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতিকে গড় হয়ে প্রণাম জানান তিনি ৷ আর এ ভাবেই উপস্থিত সবার থেকে কুর্নিশ আদায় করে নিয়েছেন এই বৃদ্ধ ৷ প্রধানমন্ত্রীও মেঝেতে হাত ঠেকিয়ে তাঁকে প্রণাম জানিয়েছেন ৷ উঠে দাঁড়িয়ে করতালিতে অভিবাদন জানিয়েছেন বাকি সবাই ৷
নাম ঘোষণা হতেই যোগগুরু (Yoga Guru Receives Padma Shri) নিজের আসন থেকে উঠে প্রথমেই গড় হয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রীকে ৷ এরপর রাষ্ট্রপতির দিয়ে এগিয়ে যাওয়ার পথের শুরুতে আবার গড় হয়ে প্রণাম করেন ৷ করতালির মাঝে কোবিন্দের কাছে এগিয়ে গিয়ে ফের তাঁকে গড় হয়ে প্রণাম করেন স্বামী শিবানন্দ ৷ রাষ্ট্রপতি তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করেন এবং তাঁর হাতে তুলে দেন পদ্মশ্রীর সম্মান ৷ সাদামাটা এই বৃদ্ধের সঙ্গে কথাও বলতে দেখা যায় রাষ্ট্রপতিকে ৷ তাঁর সঙ্গে প্রথা মেনে ছবিতে পোজও দেন ৷
সারাটা জীবন জনকল্যাণেই নিজেকে নিয়োজিত করেছেন স্বামী শিবানন্দ (125 Year Old Yoga Guru Swami Sivananda Receives Padma Shri) ৷ গত 50 বছর ধরে তিনি পুরীতে কুষ্ঠ রোগীদের জন্য কাজ করে চলেছেন ৷ তাঁর অতি সাধারণ জীবনই এই বয়সেও তাঁকে রোগমুক্ত ও চাঙ্গা রেখেছে ৷ নিয়মিত ভোরে যোগাসন, তেল ছাড়া সেদ্ধ খাবার খাওয়া আর মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করা - এটাই হল তাঁর রুটিন ৷
আরও পড়ুন: Padma Awards 2022 : পদ্মশ্রী নীরজ-অবনী, পদ্মভূষণ পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া
1896 সালের 8 অগস্ট অবিভক্ত ভারতে জন্ম স্বামী শিবানন্দের ৷ মাত্র 6 বছর বয়সেই বাবা ও মাকে হারান তিনি ৷ ছেলেবেলায় চরম দারিদ্র্যের সাক্ষী থেকেছেন ৷ দিদা-দাদুর ভিক্ষা করে আনা ফ্যানা ভাত খেয়েই কাটত জীবন ৷ দাদু-দিদার মৃত্যুর পর নবদ্বীপে তাঁর গুরুজির আশ্রমে চলে আসেন স্বামী শিবানন্দ ৷ স্কুল শিক্ষা নয়, সেখানে তাঁকে বাস্তব ও আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করে তোলেন গুরু ওংকারানন্দ গোস্বামী ৷
ইতিবাচক ভাবনাচিন্তাই তাঁর এগিয়ে চলার চাবিকাঠি ৷ তাঁর বিশ্বাস, "এই বিশ্ব আমার বাড়ি, এখানকার জনগণই আমার বাবা-মা, আর তাঁদের ভালোবাসা ও পরিষেবা দেওয়াই আমার ধর্ম ৷" বারণসী, পুরী, হরিদ্বার, নবদ্বীপ-সহ দেশের বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া মানুষদের সেবাতেই আজীবন নিয়োজিত এই মানুষটি ৷ রাষ্ট্রপতি ভবনের নথিতে লেখা হয়েছে যে, গত 50 বছর ধরে প্রায় 400-600 জন কুষ্ঠ রোগীর সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করে তাঁদের নানা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছেন স্বামী শিবানন্দ ৷ তাতে লেখা আছে, "তিনি ওঁদের কাছে জীবন্ত ভগবান ৷ তিনি নিজের সেরাটা দিয়ে ওঁদের যত্ন নেন ৷ খাবার, ফল, জামাকাপড়, শীতবস্ত্র, মশারি, রান্নার জিনিসপত্র এমনই যাবতীয় নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করেন তিনি ৷" অন্যান্যদেরও মুক্ত হস্তে দান করার অনুপ্রেরণা জোগান ৷
আরও পড়ুন: Buddhadeb rejects Padma award : পদ্ম-প্রত্যাখ্যান বুদ্ধের, বিবৃতিতে জানালেন নিজেই
-
He is 126 years old! And such good health. अनेक अनेक प्रणाम स्वामी जी 🙏🏻 ये विडीओ देख के मन ख़ुश हो गया। https://t.co/fWD2K01Jwt
— Akshay Kumar (@akshaykumar) March 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">He is 126 years old! And such good health. अनेक अनेक प्रणाम स्वामी जी 🙏🏻 ये विडीओ देख के मन ख़ुश हो गया। https://t.co/fWD2K01Jwt
— Akshay Kumar (@akshaykumar) March 21, 2022He is 126 years old! And such good health. अनेक अनेक प्रणाम स्वामी जी 🙏🏻 ये विडीओ देख के मन ख़ुश हो गया। https://t.co/fWD2K01Jwt
— Akshay Kumar (@akshaykumar) March 21, 2022
2014 সালে প্রথমবার কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকেই সমাজে বিভিন্ন অবদান রাখা অপরিচিত নায়কদের সম্মান দিয়ে আসছে নরেন্দ্র মোদির সরকার ৷ 2019 সালে বেঙ্গালুরুতে যোগরত্ন পুরস্কার ছাড়াও আরও অনেক পুরস্কার জিতেছেন স্বামী শিবানন্দ ৷ 2019 সালের 21 জুন যোগদিবসে তিনি ছিলেন প্রবীণতম অংশগ্রহণকারী ৷ তাঁর পদ্মশ্রী গ্রহণের ভিডিয়ো টুইট করে তাঁকে কুর্নিশ জানিয়েছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বলিউডের অভিনেতা অক্ষয় কুমার-সহ আরও অনেকে ৷