ETV Bharat / bharat

Boy Trapped: 20 ঘন্টার পর সেতুর পিলারের মাঝে আটকে থাকার পর উদ্ধার, রাস্তায় মৃত্যু 12 বছরের বালকের - পিলারের মাঝে আটক 12 বছরের বালক

বুধবার নাসরিগঞ্জ-দাউদনগর ব্রিজের পিলারে আটকে থাকা 12 বছরের রঞ্জন কুমারকে উদ্ধার বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বালকটিকে ৷

Etv Bharat
পিলারে আটকে থাকা 12 বছরের রঞ্জন মৃত
author img

By

Published : Jun 8, 2023, 10:20 PM IST

রোহতাস (বিহার), 8 জুন: প্রায় 20 ঘন্টার লড়াই বিফলে গেল ৷ কাজে এল না প্রার্থনাও ৷ পিলারের মাঝে আটকে থাকা 12 বছরের রঞ্জনকে বাঁচানো গেল না ৷ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ৷

জানা গিয়েছে, 12 বছরের রঞ্জন কুমার নিখোঁজ ছিল দুদিন ধরে ৷ খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজনও ৷ এরপর বেশ কয়েকজন গ্রামবাসী গ্রামের ব্রিজের কাছে এক বালকের কান্নার আওয়াজ শুনতে পান ৷ দেখেন ব্রিজের দুটি পিলারের মাঝখানে আটকে গিয়েছে বাচ্চাটি ৷ খবরটি জানাজানি হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ৷ শুরু হয় উদ্ধার কাজ ৷ প্রায় 20 ঘন্টা পর পিলারের মাঝখান থেকে বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভবপর হয় ৷ বৃহস্পতিবার উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বালকটিকে মৃত বলে ঘোষণা করেন ৷ সাসারাম সদর হাসপাতালের চিকিৎসক বৃজেশ কুমার জানিয়েছেন, অ্যাম্বুলেন্স থেকে বাচ্চাটিকে নামানোর পরেই প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা করা হয় ৷ অনুমান, হাসপাতালে আনার সময় পথেই মৃত্যু হয়েছে বালকটির ৷

  • #WATCH | Rohtas, Bihar: The 12-year-old child who got trapped was brought dead. He was brought here in the Ambulance but we could not provide any treatment as he was brought dead: Dr Brajesh Kumar, Trauma Center, Sadar Hospital pic.twitter.com/xe3TixpuqU

    — ANI (@ANI) June 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার নাসরিগঞ্জ-দাউদনগর ব্রিজের পিলারে বালকটি আটকে গিয়েছিল। এসডিএম উপেন্দ্র পাল বলেন, বাচ্চাটি ব্রিজে পিলারের মাঝখানে ঠিক যেভাবে আটকে ছিল সেখান থেকে উদ্ধারকারী দলের কাজটা সহজ ছিল না৷ পাশাপাশি পিলার যথেষ্ট উঁচুতেও ছিল ৷ ফলে নিচ থেকে পিলারটি ভাঙা হয় ৷ যদিও প্রথমদিকে জেসিবি নিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছিল ৷ আনা হয়েছিল বুলডোজারও ৷ বারবার বাইরে থেকে বালকটির সঙ্গে কথা বলার চেষ্টাও চলছিল ৷ এমনকী, বালকটিকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল ৷ তারপর দীর্ঘ প্রচেষ্টার পর রঞ্জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল ৷"

আরও পড়ুন: ক্যামেরাবন্দি করমণ্ডলে দুর্ঘটনার মুহূর্ত, ভাইরাল শিউরে ওঠার মত ভিডিয়ো

প্রশ্ন উঠেছে, ব্রিজের পিলারের উপরে বালকটি উঠল কী করে? রঞ্জন কুমারের বাবা শত্রুঘ্ন প্রসাদ জানিয়েছেন, সে মানসিকভাবে অসুস্থ ছিল ৷ প্রায় সময়ই ঘর থেকে নিখোঁজ থাকত ৷ পায়রা ধরার খুব নেশা ছিল ৷ অনুমান, হয়তো সেতুর ওপরে পায়রা ধরতে গিয়েই কোনওভাবে বেকায়দায় আটকে গিয়েছিল 12 বছরের রঞ্জন কুমার ৷

রোহতাস (বিহার), 8 জুন: প্রায় 20 ঘন্টার লড়াই বিফলে গেল ৷ কাজে এল না প্রার্থনাও ৷ পিলারের মাঝে আটকে থাকা 12 বছরের রঞ্জনকে বাঁচানো গেল না ৷ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ৷

জানা গিয়েছে, 12 বছরের রঞ্জন কুমার নিখোঁজ ছিল দুদিন ধরে ৷ খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজনও ৷ এরপর বেশ কয়েকজন গ্রামবাসী গ্রামের ব্রিজের কাছে এক বালকের কান্নার আওয়াজ শুনতে পান ৷ দেখেন ব্রিজের দুটি পিলারের মাঝখানে আটকে গিয়েছে বাচ্চাটি ৷ খবরটি জানাজানি হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ৷ শুরু হয় উদ্ধার কাজ ৷ প্রায় 20 ঘন্টা পর পিলারের মাঝখান থেকে বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভবপর হয় ৷ বৃহস্পতিবার উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বালকটিকে মৃত বলে ঘোষণা করেন ৷ সাসারাম সদর হাসপাতালের চিকিৎসক বৃজেশ কুমার জানিয়েছেন, অ্যাম্বুলেন্স থেকে বাচ্চাটিকে নামানোর পরেই প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা করা হয় ৷ অনুমান, হাসপাতালে আনার সময় পথেই মৃত্যু হয়েছে বালকটির ৷

  • #WATCH | Rohtas, Bihar: The 12-year-old child who got trapped was brought dead. He was brought here in the Ambulance but we could not provide any treatment as he was brought dead: Dr Brajesh Kumar, Trauma Center, Sadar Hospital pic.twitter.com/xe3TixpuqU

    — ANI (@ANI) June 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার নাসরিগঞ্জ-দাউদনগর ব্রিজের পিলারে বালকটি আটকে গিয়েছিল। এসডিএম উপেন্দ্র পাল বলেন, বাচ্চাটি ব্রিজে পিলারের মাঝখানে ঠিক যেভাবে আটকে ছিল সেখান থেকে উদ্ধারকারী দলের কাজটা সহজ ছিল না৷ পাশাপাশি পিলার যথেষ্ট উঁচুতেও ছিল ৷ ফলে নিচ থেকে পিলারটি ভাঙা হয় ৷ যদিও প্রথমদিকে জেসিবি নিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছিল ৷ আনা হয়েছিল বুলডোজারও ৷ বারবার বাইরে থেকে বালকটির সঙ্গে কথা বলার চেষ্টাও চলছিল ৷ এমনকী, বালকটিকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল ৷ তারপর দীর্ঘ প্রচেষ্টার পর রঞ্জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল ৷"

আরও পড়ুন: ক্যামেরাবন্দি করমণ্ডলে দুর্ঘটনার মুহূর্ত, ভাইরাল শিউরে ওঠার মত ভিডিয়ো

প্রশ্ন উঠেছে, ব্রিজের পিলারের উপরে বালকটি উঠল কী করে? রঞ্জন কুমারের বাবা শত্রুঘ্ন প্রসাদ জানিয়েছেন, সে মানসিকভাবে অসুস্থ ছিল ৷ প্রায় সময়ই ঘর থেকে নিখোঁজ থাকত ৷ পায়রা ধরার খুব নেশা ছিল ৷ অনুমান, হয়তো সেতুর ওপরে পায়রা ধরতে গিয়েই কোনওভাবে বেকায়দায় আটকে গিয়েছিল 12 বছরের রঞ্জন কুমার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.