গোয়ালিয়র, 18 ফেব্রুয়ারি: ভারতে এল চিতা ৷ শনিবার সকালে ভারতীয় বায়ুসেনার আইএএফসি-17 বিমানে 12টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এসে পৌঁছয় ৷ গতকাল মধ্যরাতের পর (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ থেকে যাত্রা শুরু হয় ৷ প্রায় 10 ঘণ্টা সময় আকাশে কাটিয়ে গোয়ালিয়রে নামে চিতারা ৷ এরপর বায়ুসেনার হেলিকপ্টারে এয়ারলিফ্ট করে তাদে কুনো জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে ৷
12টি চিতার মধ্যে সাতটি পুরুষ চিতা ও 5টি মেয়ে চিতা ৷ 2009 সালে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকারের জমানায় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ 'প্রজেক্ট চিতা' পরিকল্পনা করেন ৷ তখনই দেশের বাস্তুতন্ত্রে নতুন করে চিতা (cheetah reintroduction programme) নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ গত বছরের 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে নামিবিয়া থেকে প্রথম দফায় ভারতে আসে 8টি চিতা ৷ তাদের শেওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে কয়েকমাস কোয়ারান্টিনে রেখে তারপর ছাড়া হয় ৷ এই 12টি চিতাও আসার অপেক্ষায় দিন গুনছিল ৷ গোয়ালিয়রের এসপি অমিত সাঙ্ঘী বলেন, "সকাল 10টা নাগাদ দক্ষিণ আফ্রিকা থেকে একটি বিমান গোয়ালিয়র বিমানবন্দরে নামে ৷ তাতে চিতা ছিল ৷"
আরও পড়ুন: হয়নি মৌ চুক্তি, চার মাসেরও বেশি কোয়ারান্টিনে থেকে শক্তি কমছে 12 চিতার
জানা গিয়েছে, দুপুর 12টা নাগাদ হেলিকপ্টারে করে চিতাগুলি কুনো জাতীয় উদ্যানে পৌঁছয় ৷ সাড়ে 12টা নাগাদ তাদের ছোট জায়গা অর্থাৎ বোমায় এনকাউন্টারে স্থানান্তরিত করা হবে ৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব তাদের কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) ছেড়ে দিয়েছেন ৷
-
#WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan releases the second batch of 12 Cheetah brought from South Africa, to their new home Kuno National Park in Madhya Pradesh. pic.twitter.com/uQuWQRcqdh
— ANI (@ANI) February 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan releases the second batch of 12 Cheetah brought from South Africa, to their new home Kuno National Park in Madhya Pradesh. pic.twitter.com/uQuWQRcqdh
— ANI (@ANI) February 18, 2023#WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan releases the second batch of 12 Cheetah brought from South Africa, to their new home Kuno National Park in Madhya Pradesh. pic.twitter.com/uQuWQRcqdh
— ANI (@ANI) February 18, 2023
কেএনপি ডিরেক্টর জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার এই চিতাগুলির জন্য 10টি কোয়ারান্টিন বোমা তৈরি করা হয়েছে ৷ এর মধ্যে দু'টি বোমায় দু'জোড়া করে চিতা থাকবে ৷ এর আগে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল কুনো জাতীয় উদ্যানে এসে সব ব্যবস্থা খতিয়ে দেখেন ৷ গ্রহের দ্রুততম স্তন্যপায়ী প্রাণীটিকে দেশে আনতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয় গত মাসে ৷
এক বন্যপ্রাণী বিশেষজ্ঞ জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা এই চিতাগুলি ভারতকে দান করেছে ৷ কিন্তু সেদেশে চিতা ধরতে ভারতকে প্রতি চিতা পিছু 3 হাজার মার্কিন ডলার দিতে হয়েছে ৷ বর্তমান ছত্তিশগড়ের কোরিয়া জেলায় দেশের শেষ চিতাটি মারা যায় 1947 সালে ৷ 1952 সালে এই প্রাণীটিকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করে সরকার ৷
আরও পড়ুন: মাত্র চার মাস ! কুনোয় অসুস্থ নামিবিয়ার মেয়ে চিতা 'শাসা'