ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে অক্সিজেনের অভাবে প্রাণ গেল 12 জন কোভিড রোগীর - অক্সিজেনের অভাবে মৃত্য়ু

সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাব ৷ প্রাণ গেল 12 জন কোভিড রোগীর ৷ মধ্যপ্রদেশের ঘটনায় কাঠগড়ায় শাহদল মেডিক্য়াল কলেজ ৷ মৃত্য়ু নিয়ে শুরু তরজা ৷ বর্তমান সরকারকে দুষলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

mp_sha_01_oxyjan_kami_mout_pkg_7203529
মধ্যপ্রদেশে অক্সিজেনের অভাবে প্রাণ গেল 12 জন কোভিড রোগীর
author img

By

Published : Apr 18, 2021, 1:05 PM IST

ভোপাল, 18 এপ্রিল : অক্সিজেনের অভাবে প্রাণ গেল 12 জন করোনা রোগীর ৷ কাঠগড়ায় মধ্যপ্রদেশের শাহদল মেডিক্য়াল কলেজ ৷ মৃতদের সকলেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ৷ ঘটনাটি ঘটে শনিবার মধ্যরাত নাগাদ ৷ সূত্রের খবর, অক্সিজেনের ভাঁড়ারে টান পড়তেই শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসাধীন করোনা আক্রান্তদের ৷ তারপরই একে একে প্রাণ খোয়াতে হয় 12 জনকে ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় হুলুস্থুল পড়ে যায় ৷ অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে কার্যত ছুটোছুটি শুরু করে দেয় কর্তৃপক্ষ ৷ তাতেও অবশ্য লাভ হয়নি কিছুই ৷ প্রসঙ্গত, এই মর্মান্তিক ঘটনার আগে শনিবারই আর 10 জন করোনা রোগীর মৃত্য়ু হয়েছিল সরকারি এই হাসপাতালে ৷ সব মিলিয়ে একদিনে মারা যান 22 জন কোভিড রোগী ৷

এদিকে, অক্সিজেনের অভাবে মৃত্য়ুর ঘটনা সামনে আসতে এ নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন ৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, 12 নয়, অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন ছ’জন ৷ অথচ অতিরিক্ত জেলাশাসক এই ঘটনায় 12 জনের মৃত্য়ুর কথা স্বীকার করে নিয়েছেন ৷

আরও পড়ুন : করোনা রোগীর অক্সিজেন মাস্ক খুলে নিল ওয়ার্ড বয়

উল্লেখযোগ্য় বিষয় হল, এই ঘটনার আগে শনিবারই এই হাসপাতালে কোভিড মোকাবিলার পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন কমিশনার রাজীব শর্মা ৷ সেই সময় হাসপাতালের চিকিৎসক, আধিকারিক-সহ জেলা প্রশাসনের কর্তারাও উপস্থিত ছিলেন ৷ প্রশ্ন উঠছে, এ কেমন পরিদর্শন ? যেখানে অক্সিজেনের এত বড় অভাব ধরা পড়ল না ?

এদিকে, এই ঘটনা নিয়ে যথারীতি রাজনীতিও শুরু হয়ে গিয়েছে ৷ এমন একটা ভয়াবহ পরিস্থিতির জন্য রাজ্য়ের বর্তমান বিজেপি সরকারকেই দায়ী করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ৷

ভোপাল, 18 এপ্রিল : অক্সিজেনের অভাবে প্রাণ গেল 12 জন করোনা রোগীর ৷ কাঠগড়ায় মধ্যপ্রদেশের শাহদল মেডিক্য়াল কলেজ ৷ মৃতদের সকলেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ৷ ঘটনাটি ঘটে শনিবার মধ্যরাত নাগাদ ৷ সূত্রের খবর, অক্সিজেনের ভাঁড়ারে টান পড়তেই শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসাধীন করোনা আক্রান্তদের ৷ তারপরই একে একে প্রাণ খোয়াতে হয় 12 জনকে ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় হুলুস্থুল পড়ে যায় ৷ অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে কার্যত ছুটোছুটি শুরু করে দেয় কর্তৃপক্ষ ৷ তাতেও অবশ্য লাভ হয়নি কিছুই ৷ প্রসঙ্গত, এই মর্মান্তিক ঘটনার আগে শনিবারই আর 10 জন করোনা রোগীর মৃত্য়ু হয়েছিল সরকারি এই হাসপাতালে ৷ সব মিলিয়ে একদিনে মারা যান 22 জন কোভিড রোগী ৷

এদিকে, অক্সিজেনের অভাবে মৃত্য়ুর ঘটনা সামনে আসতে এ নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন ৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, 12 নয়, অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন ছ’জন ৷ অথচ অতিরিক্ত জেলাশাসক এই ঘটনায় 12 জনের মৃত্য়ুর কথা স্বীকার করে নিয়েছেন ৷

আরও পড়ুন : করোনা রোগীর অক্সিজেন মাস্ক খুলে নিল ওয়ার্ড বয়

উল্লেখযোগ্য় বিষয় হল, এই ঘটনার আগে শনিবারই এই হাসপাতালে কোভিড মোকাবিলার পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন কমিশনার রাজীব শর্মা ৷ সেই সময় হাসপাতালের চিকিৎসক, আধিকারিক-সহ জেলা প্রশাসনের কর্তারাও উপস্থিত ছিলেন ৷ প্রশ্ন উঠছে, এ কেমন পরিদর্শন ? যেখানে অক্সিজেনের এত বড় অভাব ধরা পড়ল না ?

এদিকে, এই ঘটনা নিয়ে যথারীতি রাজনীতিও শুরু হয়ে গিয়েছে ৷ এমন একটা ভয়াবহ পরিস্থিতির জন্য রাজ্য়ের বর্তমান বিজেপি সরকারকেই দায়ী করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.