ETV Bharat / bharat

Rape statistics in Delhi: বছরের প্রথম 6 মাসে দিল্লিতে 'ধর্ষণের' শিকার 1,100 নারী ! - Rape statistics in Delhi

দিল্লি পুলিশের তথ্য অনুসারে, চলতি বছরে 15 জুলাই পর্যন্ত 1,100 জন মহিলাকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে ৷ 2021 সালে, 1,033 জন মহিলাকে জঘন্য অপরাধের মুখোমুখি হতে হয়েছিল ৷ 2021 সালের তথ্যের সঙ্গে এই বছরের পরিসংখ্যান তুলনা করলে 6.48 শতাংশ বৃদ্ধি পেয়েছে (Data Compiled by Delhi Police on Rape) ।

Rape statistics in Delhi
প্রথম 6 মাসে দিল্লিতে 1,100 নারী ধর্ষিত হয়েছে, বলছে পরিসংখ্যান
author img

By

Published : Aug 7, 2022, 10:04 AM IST

নিউদিল্লি, 7 অগস্ট: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল 18 মে ৷ 13 বছর বয়সি একটি মেয়েকে একজন কিশোর-সহ আটজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ । নির্যাতিতাকে প্রথমে অপহরণ করা হয় ৷ এরপর তিনজন মিলে তাকে 'ধর্ষণ' করে । এরপর তারা তাকে আরও একজনের কাছে নিয়ে গেলে পরপর মেয়টিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ পরে 24 এপ্রিল নিখোঁজ হওয়া নাবালিকা মেয়েটিকে 2 জুন সাকেত মেট্রো স্টেশনে হতাশাগ্রস্ত অবস্থায় পাওয়া গিয়েছিল (Data Compiled by Delhi Police on Rape) ।

রাজধানী দিল্লিতে প্রতিদিন ঘটতে থাকা অপরাধের মধ্যে এটি একটি । এছাড়া শাহদারার কস্তুরবা নগর এলাকায় হামলা ও গণধর্ষণের ভয়াবহ ও নৃশংস ঘটনা রাজধানীর মানুষের রক্ত শীতল করে দিয়েছিল ৷ 26 জানুয়ারি ঘটেছিল এই জঘন্য অপরাধটি ৷ মহিলার অভিযোগ, একদল লোক তাঁর কাপড় ছিঁড়ে, মুখ কালো করে এবং পরে তাঁকে জুতোর মালা পরিয়ে রাস্তায় বের করে দেয় । এই অপরাধের জন্য 21 জনের নামে অভিযোগ দায়ের হয় ৷ যাদের মধ্যে 12 জন মহিলা, চারটি পুরুষ, দুটি মেয়ে এবং তিনজন ছেলে ছিল ৷

আরও পড়ুন: স্ত্রী'র সহযোগিতায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

সবমিলিয়ে পরিসংখ্যান বলছে, দিল্লিতে মহিলাদের ওপর অপরাধ গত বছরের তুলনায় ঊর্ধ্বমুখী ৷ দিল্লি পুলিশের তথ্য অনুসারে, চলতি বছরে 15 জুলাই পর্যন্ত 1,100 জন মহিলাকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে ৷ 2021 সালে, 1,033 জন মহিলাকে একই সময়কাল পর্যন্ত জঘন্য অপরাধের মুখোমুখি হতে হয়েছিল ৷ 2021 সালের তথ্যের সঙ্গে এই বছরের পরিসংখ্যান তুলনা করলে 6.48 শতাংশ বৃদ্ধি পেয়েছে ।

অন্যদিকে, রাজধানীতে এ পর্যন্ত প্রায় 2,200 জন মহিলাকে অপহরণ করা হয়েছে ৷ যা গত বছরের প্রথম ছয় মাসে 1,880টি অপহরণের চেয়ে অনেক বেশি । 2021 সালের পুরো বছর ধরে, 3,758 জন মহিলা অপহরণের মতো অপরাধের মুখোমুখি হয়েছিল ৷

এছাড়াও গার্হস্থ হিংসার সম্মুখীন হয়েছে বেশ কিছু নারী ৷ এই পরিসংখ্যানটি প্রায় 30 শতাংশ বেড়েছে । শুধু চলতি বছরেই স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা নারী নির্যাতনের 2,704টি ঘটনা ঘটেছে । গত বছর এই সংখ্যা দাঁড়ায় 2096 ।

এমনকী পণের বলিও হয়েছে বহু মহিলা ৷ 2021 সালে, প্রথম ছয় মাসে মহিলাদের বিরুদ্ধে মোট অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে 6,747, যা এই বছর বেড়ে 7,887-এ দাঁড়িয়েছে । সব মিলিয়ে জাতীয় রাজধানীতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে 17 শতাংশ ।

নিউদিল্লি, 7 অগস্ট: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল 18 মে ৷ 13 বছর বয়সি একটি মেয়েকে একজন কিশোর-সহ আটজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ । নির্যাতিতাকে প্রথমে অপহরণ করা হয় ৷ এরপর তিনজন মিলে তাকে 'ধর্ষণ' করে । এরপর তারা তাকে আরও একজনের কাছে নিয়ে গেলে পরপর মেয়টিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ পরে 24 এপ্রিল নিখোঁজ হওয়া নাবালিকা মেয়েটিকে 2 জুন সাকেত মেট্রো স্টেশনে হতাশাগ্রস্ত অবস্থায় পাওয়া গিয়েছিল (Data Compiled by Delhi Police on Rape) ।

রাজধানী দিল্লিতে প্রতিদিন ঘটতে থাকা অপরাধের মধ্যে এটি একটি । এছাড়া শাহদারার কস্তুরবা নগর এলাকায় হামলা ও গণধর্ষণের ভয়াবহ ও নৃশংস ঘটনা রাজধানীর মানুষের রক্ত শীতল করে দিয়েছিল ৷ 26 জানুয়ারি ঘটেছিল এই জঘন্য অপরাধটি ৷ মহিলার অভিযোগ, একদল লোক তাঁর কাপড় ছিঁড়ে, মুখ কালো করে এবং পরে তাঁকে জুতোর মালা পরিয়ে রাস্তায় বের করে দেয় । এই অপরাধের জন্য 21 জনের নামে অভিযোগ দায়ের হয় ৷ যাদের মধ্যে 12 জন মহিলা, চারটি পুরুষ, দুটি মেয়ে এবং তিনজন ছেলে ছিল ৷

আরও পড়ুন: স্ত্রী'র সহযোগিতায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

সবমিলিয়ে পরিসংখ্যান বলছে, দিল্লিতে মহিলাদের ওপর অপরাধ গত বছরের তুলনায় ঊর্ধ্বমুখী ৷ দিল্লি পুলিশের তথ্য অনুসারে, চলতি বছরে 15 জুলাই পর্যন্ত 1,100 জন মহিলাকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে ৷ 2021 সালে, 1,033 জন মহিলাকে একই সময়কাল পর্যন্ত জঘন্য অপরাধের মুখোমুখি হতে হয়েছিল ৷ 2021 সালের তথ্যের সঙ্গে এই বছরের পরিসংখ্যান তুলনা করলে 6.48 শতাংশ বৃদ্ধি পেয়েছে ।

অন্যদিকে, রাজধানীতে এ পর্যন্ত প্রায় 2,200 জন মহিলাকে অপহরণ করা হয়েছে ৷ যা গত বছরের প্রথম ছয় মাসে 1,880টি অপহরণের চেয়ে অনেক বেশি । 2021 সালের পুরো বছর ধরে, 3,758 জন মহিলা অপহরণের মতো অপরাধের মুখোমুখি হয়েছিল ৷

এছাড়াও গার্হস্থ হিংসার সম্মুখীন হয়েছে বেশ কিছু নারী ৷ এই পরিসংখ্যানটি প্রায় 30 শতাংশ বেড়েছে । শুধু চলতি বছরেই স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা নারী নির্যাতনের 2,704টি ঘটনা ঘটেছে । গত বছর এই সংখ্যা দাঁড়ায় 2096 ।

এমনকী পণের বলিও হয়েছে বহু মহিলা ৷ 2021 সালে, প্রথম ছয় মাসে মহিলাদের বিরুদ্ধে মোট অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে 6,747, যা এই বছর বেড়ে 7,887-এ দাঁড়িয়েছে । সব মিলিয়ে জাতীয় রাজধানীতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে 17 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.