হায়দরাবাদ, 13 অক্টোবর: হায়দরাবাদের বিশ্ব বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে চলছে 110তম ভারতীয় চলচ্চিত্র উৎসব । বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই উৎসব ৷ আর এই উৎসবের কারণে যেন সিনেমাটিক বিনোদনের কার্নিভাল বসেছে নিজামের শহরে ৷ এই অভূতপূর্ব সেলিব্রেশন চলবে 46 দিন ধরে । এই আকর্ষণীয় উৎসবে গা ভাসাতে পর্যটকদের স্বাগত জানাচ্ছে রামোজি ফিল্ম সিটি ৷
পৃথিবীর স্বর্গ বলে পরিচিত রামোজি ফিল্ম সিটিতে ভারতীয় সিনেমা উৎসবের 110 বছর পূর্ণ হচ্ছে এ বার । রামোজি ফিল্ম সিটিতে রঙিন আলো এবং বিভিন্ন খেলাধূলার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করার জন্য বসেছে রকমারি পসরা ৷ বিভিন্ন ধরনের পারফরম্যান্স শ্রোতাদের একের পর এক বিনোদন ও চমক দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ৷ ফিল্ম সিটি কার্নিভাল দর্শনে যাঁরা যাঁরা যাচ্ছেন, তাঁদের এক নৈসর্গিক জগতে নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ ৷ যা দেখে আপ্লুত উপস্থিত দর্শকরা ৷
এই সিনেমাটিক বিনোদন উপভোগ করার জন্য ইতিমধ্যেই দুই তেলুগু রাজ্য অন্ধ্রপ্রদেশ ও হায়দরাবাদ ছাড়াও মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল এবং উত্তর ভারতের বিভিন্ন অংশ থেকে আছড়ে পড়েছে পর্যটকদের ভিড় ৷ পাখির পার্ক, জলপ্রপাত, দৈত্যাকার চাকা, বৈদ্যুতিক ট্রেনে চড়া এবং ঘোড়ায় চড়ার পর মুগ্ধ শিশুরা ৷ তবে শুধু ছোটরাই নয়, অত্যন্ত সুন্দর এই জায়গাটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন প্রবীণরাও ৷
আরও পড়ুন: দিল্লিতে এমআইসিই-তে রামোজি ফিল্ম সিটির স্টল, উৎসুক দর্শকরা
মহাভারতম সিনেওয়ার্ল্ড একেবারে মুগ্ধ । লোকে বলে যে সন্ধেবেলায় এখানে এতকিছুর আয়োজন করা হয় যে, দুটি চোখও তা দেখার জন্য যথেষ্ট নয় । উৎসবের মরসুমে এই স্বর্গরাজ্যে উৎসবের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে নিতে, ভিড় জমিয়েছেন পর্যটকরা । আগামী মাসের 26 তারিখ পর্যন্ত চলবে এই উৎসব । ফিল্ম সিটির ম্যানেজমেন্ট বিভিন্ন প্যাকেজ দিয়ে ভ্রমণকারীদের ঘোরার সুবিধা করে দিয়েছে ৷