ইন্দোর (মধ্যপ্রদেশ), 5 অক্টোবর: গরবা দেখার সময় বুলেটের আঘাতে 11 বছরের একটি মেয়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷ বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে সারদা নগর এলাকার একটি গারবা প্যান্ডেলে (Garba Accident) ৷
হীরনগর থানার কমল কিশোর নামে এক অফিসার জানান, মাহি শিন্দে (11) নামের ওই মেয়েটি তার ভাই ও মায়ের সঙ্গে গরবা নাচ দেখছিল, এরপর হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ে । মেয়েটি মাথায় আঘাত পেয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয় । ইভেন্টের আয়োজকরা এবং পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই মেয়েটি মারা যায় ৷
আরও পড়ুন: 15 দিনে এভারেস্ট-মাকালু জয়ী সবিতাকে কেড়ে নিল উত্তরকাশীর তুষারধস
পুলিশ কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যায় প্রাপ্ত প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে একটি গুলি তার মাথায় লেগেছিল ফলে তার মৃত্যু হয় কারা গুলি চালিয়েছে তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ এবং ভবনগুলি স্ক্যান করা হচ্ছে ৷ পুলিশ তদন্ত করছে ৷
মেয়েটির বাবা সন্তোষ শিন্ডে জানান, তার মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার আঘাতের কারণ জানা যায়নি এবং কর্তব্যরত চিকিৎসক তার মাথার সিটি স্ক্যান করার পরামর্শ দেন । স্ক্যানে তার মাথার খুলিতে একটি বুলেটের মতো ধাতব বস্তু পাওয়া গিয়েছে ৷