ETV Bharat / bharat

Mumbai Heatstroke Tragedy: মহারাষ্ট্র সরকারের অনুষ্ঠানে হিট স্ট্রোকে মৃত 11

মহারাষ্ট্র সরকারের তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে তীব্র দাবদাহে মৃত 11 ৷ অভিযোগ, সরকারের গাফিলতির কারণেই বেঘোরে প্রাণ গিয়েছে এই 11 জনের ৷

Etv Bharat
তীব্র দাবদাহে মৃত 11
author img

By

Published : Apr 17, 2023, 8:28 AM IST

Updated : Apr 17, 2023, 8:40 AM IST

মুম্বই, 17 এপ্রিল: মঞ্চে বসে আছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে থেকে শুরু করে উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস-সহ মন্ত্রিসভার প্রায় সব সদস্যই ৷ চলছে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠান ৷ মঞ্চের সামনে খোলা আকাশের নীচে কাতারে কাতারে মানুষ ৷ আর সেই অনুষ্ঠানে এসেই রবিবার হিট স্ট্রোকে মৃত্যু হল 11 জনের ৷ পাশাপাশি আরও 50 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর ৷

  • Maharashtra | At least seven people dead while 24 are under treatment after suffering from heatstroke during Maharashtra Bhushan Award ceremony in Navi Mumbai's Kharghar. Deceasesd's families to be given Rs 5 lakhs while we are ensuring proper treatment for those admitted: CM… pic.twitter.com/xDzFuGsIp3

    — ANI (@ANI) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বইয়ের খারঘরে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ মহারাষ্ট্র সরকারের তত্বাবধানেই এই অনুষ্ঠানের আয়োজন হয় ৷ খড়গড়ের এই অনুষ্ঠান থেকেই সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণ ওরফে আপ্পাসাহেবকে মহারাষ্ট্র ভূষণ সম্মান পুরস্কার তুলে দেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্য প্রশাসন সূত্রে খবর, এই অনুষ্ঠান উপলক্ষ্যে শনিবার রাত থেকেই কয়েক লক্ষ মানুষ জড়ো হয়েছিল ৷ তাদের মধ্যে অধিকাংশই ছিলেন শ্রী ধর্মাধিকারীর সংগঠনের সদস্য ৷ যদিও অনুষ্ঠান শুরু হয় রবিবার সকাল সাড়ে 11টায় ৷ শেষ হয় দুপুর একটা নাগাদ ৷ প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, অনুষ্ঠান স্থলে ছাউনির ব্যবস্থা ছিল না বললেই চলে ৷ যে অংশটুকুর উপরে সামিয়ানা খাটানো ছিল তাও মূলত রাজ্য সরকার এবং বিশিষ্ট মানুষদের জন্য বরাদ্দ ছিল ৷

ফলে সাধারণ দর্শকদের জন্য বসার ব্যবস্থা খোলা জায়গাতেই ছিল ৷ রোদ বা গরমের হাত থেকে তাঁদের সুরক্ষা দেওয়ার জন্য কোনও ব্যবস্থাই ছিল না বলে অভিয়োগ ৷ যার জেরেই টানা রোদে বসে থেকে হিট স্ট্রোক এবং ডিহাইড্রেশন সমস্যা শুরু হয় বেশ কয়াকজন দর্শকের ৷ সূত্রের খবর, 120 জনেরও বেশি ব্যক্তিকে টাটা হাসপাতালে, নভি মুম্বইয়ের এমজিএম হাসপাতাল এবং ডিওয়াই পাটিল হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয় ৷ মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, অসুস্থদের মধ্যে 11 জনেরই মৃত্যু হয়েছে ৷ এখনও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন ৷

  • #WATCH| Navi Mumbai: Uddhav Thackeray, Aditya Thackeray & NCP leader Ajit Pawar interact with Doctor in MGM Kamothe Hospital, take stock of the situation

    11 people died & more than 20 are undergoing treatment after they suffered heatstroke during Maharashtra Bhushan Award… pic.twitter.com/0nNGvGlFXW

    — ANI (@ANI) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিনের অনুষ্ঠানে শাহ থেকে শুরু করে একাধিক নেতা মঞ্চ থেকে তীব্র তাপপ্রবাহের কথা উল্লেখও করেন। অভিযোগ তারপরও সাধারণ মানুষকে তা থেকে মুক্তি দেওয়ার জন্য কোনও পদক্ষেপই নেয়নি রাজ্য সরকার। পাশাপাশি প্রশ্ন উঠছে, যেখানে তাপমাত্রা ছিল প্রায় 42 ডিগ্রি সেখানে এভাবে খোলা আকাশের নীচে অনুষ্ঠানের আয়োজন হবে কেন । বিশেষজ্ঞদের দাবি, কয়েক লক্ষ মানুষের ভিড়ে বায়ুমণ্ডলের আর্দ্রতা অনেকটাই বেড়ে যায়। যার জেরে মাথাব্যথা, মাথা ঘোরা ও বমির মতো একাধিক সমস্যা শুরু হয়ে যায় দর্শকদের ৷

আরও পড়ুন: ছেলের পাশেই কবর আতিককে, আত্মসমর্পণ করতে পারেন স্ত্রী

অন্যদিকে, অসুস্থদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী বলেন, "এই ঘটনা খুবই দুঃখজনক। যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসার খরচ বহন করবে সরকার ৷" পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্বধ ঠাকরে থেকে শুরু করে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও হাসাপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

মুম্বই, 17 এপ্রিল: মঞ্চে বসে আছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে থেকে শুরু করে উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস-সহ মন্ত্রিসভার প্রায় সব সদস্যই ৷ চলছে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠান ৷ মঞ্চের সামনে খোলা আকাশের নীচে কাতারে কাতারে মানুষ ৷ আর সেই অনুষ্ঠানে এসেই রবিবার হিট স্ট্রোকে মৃত্যু হল 11 জনের ৷ পাশাপাশি আরও 50 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর ৷

  • Maharashtra | At least seven people dead while 24 are under treatment after suffering from heatstroke during Maharashtra Bhushan Award ceremony in Navi Mumbai's Kharghar. Deceasesd's families to be given Rs 5 lakhs while we are ensuring proper treatment for those admitted: CM… pic.twitter.com/xDzFuGsIp3

    — ANI (@ANI) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বইয়ের খারঘরে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ মহারাষ্ট্র সরকারের তত্বাবধানেই এই অনুষ্ঠানের আয়োজন হয় ৷ খড়গড়ের এই অনুষ্ঠান থেকেই সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণ ওরফে আপ্পাসাহেবকে মহারাষ্ট্র ভূষণ সম্মান পুরস্কার তুলে দেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্য প্রশাসন সূত্রে খবর, এই অনুষ্ঠান উপলক্ষ্যে শনিবার রাত থেকেই কয়েক লক্ষ মানুষ জড়ো হয়েছিল ৷ তাদের মধ্যে অধিকাংশই ছিলেন শ্রী ধর্মাধিকারীর সংগঠনের সদস্য ৷ যদিও অনুষ্ঠান শুরু হয় রবিবার সকাল সাড়ে 11টায় ৷ শেষ হয় দুপুর একটা নাগাদ ৷ প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, অনুষ্ঠান স্থলে ছাউনির ব্যবস্থা ছিল না বললেই চলে ৷ যে অংশটুকুর উপরে সামিয়ানা খাটানো ছিল তাও মূলত রাজ্য সরকার এবং বিশিষ্ট মানুষদের জন্য বরাদ্দ ছিল ৷

ফলে সাধারণ দর্শকদের জন্য বসার ব্যবস্থা খোলা জায়গাতেই ছিল ৷ রোদ বা গরমের হাত থেকে তাঁদের সুরক্ষা দেওয়ার জন্য কোনও ব্যবস্থাই ছিল না বলে অভিয়োগ ৷ যার জেরেই টানা রোদে বসে থেকে হিট স্ট্রোক এবং ডিহাইড্রেশন সমস্যা শুরু হয় বেশ কয়াকজন দর্শকের ৷ সূত্রের খবর, 120 জনেরও বেশি ব্যক্তিকে টাটা হাসপাতালে, নভি মুম্বইয়ের এমজিএম হাসপাতাল এবং ডিওয়াই পাটিল হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয় ৷ মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, অসুস্থদের মধ্যে 11 জনেরই মৃত্যু হয়েছে ৷ এখনও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন ৷

  • #WATCH| Navi Mumbai: Uddhav Thackeray, Aditya Thackeray & NCP leader Ajit Pawar interact with Doctor in MGM Kamothe Hospital, take stock of the situation

    11 people died & more than 20 are undergoing treatment after they suffered heatstroke during Maharashtra Bhushan Award… pic.twitter.com/0nNGvGlFXW

    — ANI (@ANI) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিনের অনুষ্ঠানে শাহ থেকে শুরু করে একাধিক নেতা মঞ্চ থেকে তীব্র তাপপ্রবাহের কথা উল্লেখও করেন। অভিযোগ তারপরও সাধারণ মানুষকে তা থেকে মুক্তি দেওয়ার জন্য কোনও পদক্ষেপই নেয়নি রাজ্য সরকার। পাশাপাশি প্রশ্ন উঠছে, যেখানে তাপমাত্রা ছিল প্রায় 42 ডিগ্রি সেখানে এভাবে খোলা আকাশের নীচে অনুষ্ঠানের আয়োজন হবে কেন । বিশেষজ্ঞদের দাবি, কয়েক লক্ষ মানুষের ভিড়ে বায়ুমণ্ডলের আর্দ্রতা অনেকটাই বেড়ে যায়। যার জেরে মাথাব্যথা, মাথা ঘোরা ও বমির মতো একাধিক সমস্যা শুরু হয়ে যায় দর্শকদের ৷

আরও পড়ুন: ছেলের পাশেই কবর আতিককে, আত্মসমর্পণ করতে পারেন স্ত্রী

অন্যদিকে, অসুস্থদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী বলেন, "এই ঘটনা খুবই দুঃখজনক। যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসার খরচ বহন করবে সরকার ৷" পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্বধ ঠাকরে থেকে শুরু করে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও হাসাপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

Last Updated : Apr 17, 2023, 8:40 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.