ETV Bharat / bharat

Misbehave with Airlines Staff: বিমানসেবিকার সঙ্গে দুর্ব্যবহার, বিমান থেকে নামিয়ে দেওয়া হল 11 যাত্রীকে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 4:41 PM IST

বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ৷ শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে কলকাতাগামী বিমান থেকে নামিয়ে দেওয়া হল 11 জন যাত্রীকে ৷

ETV Bharat
ফাইল ছবি

শিলচর, 6 সেপ্টেম্বর: বিমান সেবিকার সঙ্গে দুর্বব্যহারের অভিযোগে 11 জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিলেন পাইলট ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে ৷ জানা গিয়েছে, বিমান ওড়ার কিছুক্ষণ আগেই ওই ঘটনাটি ঘটে ৷ মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে বিমানের কর্মীদের সঙ্গে বিবাদে জড়ান কয়েকজন যাত্রী ৷ তাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ৷

এই ঘটনায় নাম জড়িয়েছে, শিলচর কৈবর্ত পরিষদের নেতা সুজিত দাস চৌধুরী ও তাঁর 10 জন সহযোগীর ৷ শিলচর থেকে কলকাতাগামী অ্যালায়েন্স এয়ারলান্সের একটি বিমানে এই ঘটনাটি ঘটে এদিন ৷ জানা গিয়েছে, এদিন বিমানটি শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে ওড়ার আগে নিয়মমতো যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়, মোবাইল ফোন বন্ধ রাখার জন্য ৷ কিন্তু অভিযোগ, সেই ঘোষণা অমান্য করে বিমান ওড়ার আগে ফোনে কথা বলছিলেন শিলচর কৈবর্ত পরিষদের নেতা সুজিত দাস ৷ এই বিষয়টি লক্ষ্য করে সুজিত দাস নামে এক বিমানকর্মী তাঁকে অনুরোধ করেন ফোন বন্ধ রাখতে ৷ অভিযোগ, এরপরেই শিলচর কৈবর্ত পরিষদের ওই নেতা দুর্ব্যবহার শুরু করেন ওই বিমানকর্মীর সঙ্গে ৷

আরও পড়ুন: ভুবনেশ্বর বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

এরপরেই বিমানটির পাইলট নিয়ম অমান্য করা ও বিমানকর্মীদের সঙ্গে খারাপ ব্যবপার করার অভিযোগে সুজিত দাস চৌধুরীকে বিমান থেকে নামিয়ে দেন ৷ পরে তাঁর 10 জন সহযোগীও বিমান থেকে নেমে যান ৷ এই ঘটনার পর কুম্ভীরগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয় এবং শিলচর কৈবর্ত পরিষদের ওই নেতা-সহ 10 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ এই ঘটনায় যথেষ্ট বিতর্কও ছড়িয়েছে ৷ জানা গিয়েছে, এই প্রথম শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এই ধরনের ঘটনা ঘটল ৷ নিয়ম অনুযায়ী, বিমানে মোবাইল ফোন ব্যবহারের উপর কিছু নিষেধাজ্ঞা রয়েছে ৷ বিমান ওড়ার সময় ও অবতরণ করার সময় মোবাইল ফোন বন্ধ রাখতে বলা হয় ৷

শিলচর, 6 সেপ্টেম্বর: বিমান সেবিকার সঙ্গে দুর্বব্যহারের অভিযোগে 11 জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিলেন পাইলট ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে ৷ জানা গিয়েছে, বিমান ওড়ার কিছুক্ষণ আগেই ওই ঘটনাটি ঘটে ৷ মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে বিমানের কর্মীদের সঙ্গে বিবাদে জড়ান কয়েকজন যাত্রী ৷ তাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ৷

এই ঘটনায় নাম জড়িয়েছে, শিলচর কৈবর্ত পরিষদের নেতা সুজিত দাস চৌধুরী ও তাঁর 10 জন সহযোগীর ৷ শিলচর থেকে কলকাতাগামী অ্যালায়েন্স এয়ারলান্সের একটি বিমানে এই ঘটনাটি ঘটে এদিন ৷ জানা গিয়েছে, এদিন বিমানটি শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে ওড়ার আগে নিয়মমতো যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়, মোবাইল ফোন বন্ধ রাখার জন্য ৷ কিন্তু অভিযোগ, সেই ঘোষণা অমান্য করে বিমান ওড়ার আগে ফোনে কথা বলছিলেন শিলচর কৈবর্ত পরিষদের নেতা সুজিত দাস ৷ এই বিষয়টি লক্ষ্য করে সুজিত দাস নামে এক বিমানকর্মী তাঁকে অনুরোধ করেন ফোন বন্ধ রাখতে ৷ অভিযোগ, এরপরেই শিলচর কৈবর্ত পরিষদের ওই নেতা দুর্ব্যবহার শুরু করেন ওই বিমানকর্মীর সঙ্গে ৷

আরও পড়ুন: ভুবনেশ্বর বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

এরপরেই বিমানটির পাইলট নিয়ম অমান্য করা ও বিমানকর্মীদের সঙ্গে খারাপ ব্যবপার করার অভিযোগে সুজিত দাস চৌধুরীকে বিমান থেকে নামিয়ে দেন ৷ পরে তাঁর 10 জন সহযোগীও বিমান থেকে নেমে যান ৷ এই ঘটনার পর কুম্ভীরগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয় এবং শিলচর কৈবর্ত পরিষদের ওই নেতা-সহ 10 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ এই ঘটনায় যথেষ্ট বিতর্কও ছড়িয়েছে ৷ জানা গিয়েছে, এই প্রথম শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এই ধরনের ঘটনা ঘটল ৷ নিয়ম অনুযায়ী, বিমানে মোবাইল ফোন ব্যবহারের উপর কিছু নিষেধাজ্ঞা রয়েছে ৷ বিমান ওড়ার সময় ও অবতরণ করার সময় মোবাইল ফোন বন্ধ রাখতে বলা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.