ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 11 - পথ দুর্ঘটনা

মধ্যপ্রদেশে শিবপুরী জেলায় একটি পিক আপ ভ্যান উলটে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে ।

Road accident in Madhya Pradesh
প্রতীকী ছবি
author img

By

Published : Nov 13, 2020, 9:04 PM IST

Updated : Nov 13, 2020, 9:28 PM IST

শিবপুরী (মধ্যপ্রদেশ) : মধ্যপ্রদেশে শিবপুরী জেলায় একটি পিক আপ ভ্যান উলটে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে কমপক্ষে 12 জন । দুর্ঘটনাটি ঘটেছে শিবপুরী জেলার পোহরি থানা এলাকার ককরা গ্রামের কাছে । আহতদের উদ্ধার করে পোহরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে শিবপুরী জেলা হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয় ।

গাড়িটি পোহরি-শেওপুর রোড দিয়ে মোরাবন থেকে ফিরছিল । মাঝপথে সন্ধে 6 টা 45 মিনিট নাগাদ ককরা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । পিক আপ ভ্যানটিতে তখন প্রায় 40 জন যাত্রী ছিলেন । যাত্রীদের মধ্যে 4 জনের দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় । হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও 7 জনের মৃত্যু হয় । মৃতদের মধ্যে রয়েছেন 4 মহিলা ও আড়াই বছরের এক শিশু ।

দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে যান শিবপুরী জেলার কালেক্টর অক্ষয় কুমার সিং এবং পুলিশ সুপার রাজেশ সিং চান্দেল । দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়ে কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ।

শিবপুরী (মধ্যপ্রদেশ) : মধ্যপ্রদেশে শিবপুরী জেলায় একটি পিক আপ ভ্যান উলটে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে কমপক্ষে 12 জন । দুর্ঘটনাটি ঘটেছে শিবপুরী জেলার পোহরি থানা এলাকার ককরা গ্রামের কাছে । আহতদের উদ্ধার করে পোহরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে শিবপুরী জেলা হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয় ।

গাড়িটি পোহরি-শেওপুর রোড দিয়ে মোরাবন থেকে ফিরছিল । মাঝপথে সন্ধে 6 টা 45 মিনিট নাগাদ ককরা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । পিক আপ ভ্যানটিতে তখন প্রায় 40 জন যাত্রী ছিলেন । যাত্রীদের মধ্যে 4 জনের দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় । হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও 7 জনের মৃত্যু হয় । মৃতদের মধ্যে রয়েছেন 4 মহিলা ও আড়াই বছরের এক শিশু ।

দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে যান শিবপুরী জেলার কালেক্টর অক্ষয় কুমার সিং এবং পুলিশ সুপার রাজেশ সিং চান্দেল । দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়ে কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ।

Last Updated : Nov 13, 2020, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.