ETV Bharat / bharat

Goods Train Derails: শিবলিঙ্গপুরমের কাছে লাইনচ্যুত মালগাড়ির 11টি বগি - Goods Train Derails in Orissa

ওড়িশার শিবলিঙ্গপুরমে মালগাড়ির 11টি বগি লাইনচ্যুত হয়ে যায় (Goods Train Derails in Orissa) ৷ ঘটনায় কোনও ক্ষতি হয়নি ৷

Goods Train Derails
লাইনচ্যুত মালগাড়ি
author img

By

Published : Feb 2, 2023, 1:20 PM IST

কোরাপুট(ওড়িশা), 2 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার ভোরে একটি মালগাড়ির 11টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে শিবলিঙ্গাপুরমের (Shivalingapuram) কাছে ৷ এর জেরে ওই রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে পড়ে । মালগাড়িটি কোথাভালাসা থেকে আরাকু যাচ্ছিল ৷ সেসময় যাওয়ার পথে ভোর 5.50 মিনিট নাগাদ বগিগুলি লাইনচ্যুত হয়ে যায় (11 coaches of a goods train derails in Orissa) । লাইনচ্যুত হওয়ার পরে কোরাপুট দিয়ে যাওয়া বিশাখাপত্তনম-জগদলপুর যাত্রীবাহী ট্রেনটি উভয় দিক থেকে বাতিল করা হয় ।

জানা গিয়েছে, কিরুন্দুল থেকে বিশাখাপত্তনম যাচ্ছিল ওই মালগাড়িটি ৷ সেটি কোরাপুট ও বিশাখাপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশের আরাকুর কাছে শিবলিঙ্গপুরমে লাইনচ্যুত হয়ে যায় । তবে এই দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি । কেউ আহতও হননি ৷ রেল দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর । প্রসঙ্গত, গত মার্চে কোরাপুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়েছিল । কোরাপুট জেলার ভেজা রেলওয়ে স্টেশনে একটি মালগাড়ি অন্তত ছয়টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায় । ঘটনাটি ঘটে যখন লোহা বোঝাই মালগাড়িটি কিরান্দুল থেকে বিশাখাপত্তনম যাচ্ছিল ।

তবে শুধু দক্ষিণ ভারত নয় সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গ -সহ অন্যান্য রাজ্যে এর আগেও অনেকবার লাইনচ্যুত হয়েছে মালগাড়ি থেকে যাত্রীবাহী ট্রেন ৷ তার জেরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ ঘটনায় প্রাণও গিয়েছে বহু মানুষের ৷ বিশেষত শীতের ভোরে কুয়াশার জেরে ট্রেন দুর্ঘটনা ঘটে ৷ কুয়াশায় দৃশ্য মান্যতার কারণে দুর্ঘটনার খবর সামনে এসেছে ৷ পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কামরা বিচ্ছিন্ন হয়ে যায় ৷

উল্লেখ্য, এর আগে ভদ্রক কপিলাস রোড রেলওয়ে সেকশনে সকাল 6.44 মিনিটে জাজপুরের কোরাই স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়েছিল । নিয়ন্ত্রণ হারিয়ে মালগাড়িটি স্টেশনের বিশ্রামাগারে ঢুকে পড়েছিল । এই ঘটনায় 2 জনের মৃত্যু হয় ৷ আহত হন কয়েকজন । ওই মালবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে কোরাই স্টেশনে লাইনচ্যুত হয় । গাড়িটি ভদ্রক জেলা থেকে কটকের দিকে যাচ্ছিল । দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ রেল চলাচল ব্যাহত হয় ৷ দুর্ঘটনার জেরে মালগাড়ির কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে ফুটব্রিজে ধাক্কা মারে বলে খবর রেল সূত্রে।

আরও পড়ুন: বিশ্রামাগারে ঢুকে গেল লাইনচ্যুত মালগাড়ি, মৃত 2, বাতিল পুরী যাওয়ার একাধিক ট্রেন

কোরাপুট(ওড়িশা), 2 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার ভোরে একটি মালগাড়ির 11টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে শিবলিঙ্গাপুরমের (Shivalingapuram) কাছে ৷ এর জেরে ওই রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে পড়ে । মালগাড়িটি কোথাভালাসা থেকে আরাকু যাচ্ছিল ৷ সেসময় যাওয়ার পথে ভোর 5.50 মিনিট নাগাদ বগিগুলি লাইনচ্যুত হয়ে যায় (11 coaches of a goods train derails in Orissa) । লাইনচ্যুত হওয়ার পরে কোরাপুট দিয়ে যাওয়া বিশাখাপত্তনম-জগদলপুর যাত্রীবাহী ট্রেনটি উভয় দিক থেকে বাতিল করা হয় ।

জানা গিয়েছে, কিরুন্দুল থেকে বিশাখাপত্তনম যাচ্ছিল ওই মালগাড়িটি ৷ সেটি কোরাপুট ও বিশাখাপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশের আরাকুর কাছে শিবলিঙ্গপুরমে লাইনচ্যুত হয়ে যায় । তবে এই দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি । কেউ আহতও হননি ৷ রেল দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর । প্রসঙ্গত, গত মার্চে কোরাপুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়েছিল । কোরাপুট জেলার ভেজা রেলওয়ে স্টেশনে একটি মালগাড়ি অন্তত ছয়টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায় । ঘটনাটি ঘটে যখন লোহা বোঝাই মালগাড়িটি কিরান্দুল থেকে বিশাখাপত্তনম যাচ্ছিল ।

তবে শুধু দক্ষিণ ভারত নয় সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গ -সহ অন্যান্য রাজ্যে এর আগেও অনেকবার লাইনচ্যুত হয়েছে মালগাড়ি থেকে যাত্রীবাহী ট্রেন ৷ তার জেরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ ঘটনায় প্রাণও গিয়েছে বহু মানুষের ৷ বিশেষত শীতের ভোরে কুয়াশার জেরে ট্রেন দুর্ঘটনা ঘটে ৷ কুয়াশায় দৃশ্য মান্যতার কারণে দুর্ঘটনার খবর সামনে এসেছে ৷ পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কামরা বিচ্ছিন্ন হয়ে যায় ৷

উল্লেখ্য, এর আগে ভদ্রক কপিলাস রোড রেলওয়ে সেকশনে সকাল 6.44 মিনিটে জাজপুরের কোরাই স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়েছিল । নিয়ন্ত্রণ হারিয়ে মালগাড়িটি স্টেশনের বিশ্রামাগারে ঢুকে পড়েছিল । এই ঘটনায় 2 জনের মৃত্যু হয় ৷ আহত হন কয়েকজন । ওই মালবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে কোরাই স্টেশনে লাইনচ্যুত হয় । গাড়িটি ভদ্রক জেলা থেকে কটকের দিকে যাচ্ছিল । দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ রেল চলাচল ব্যাহত হয় ৷ দুর্ঘটনার জেরে মালগাড়ির কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে ফুটব্রিজে ধাক্কা মারে বলে খবর রেল সূত্রে।

আরও পড়ুন: বিশ্রামাগারে ঢুকে গেল লাইনচ্যুত মালগাড়ি, মৃত 2, বাতিল পুরী যাওয়ার একাধিক ট্রেন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.