ETV Bharat / bharat

10 new cases of Omicron in Delhi: দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত আরও 10

author img

By

Published : Dec 17, 2021, 12:29 PM IST

Updated : Dec 17, 2021, 1:05 PM IST

দিল্লিতে আরও 10 জনের শরীরে কোভিড 19-এর নয়া ভ্যারিয়েন্ট (10 new cases of Omicron in Delhi) ওমিক্রন ধরা পড়ল ৷ এর ফলে রাজধানীতে ওমিক্রনে (Omicron news) আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 20 ৷ জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Delhi Health Minister Satyendar Jain)৷

10 new cases of Omicron Coronavirus reported in Delhi: Health Minister Satyendar Jain
দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত আরও 10

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: রাজধানীতে ফের ওমিক্রনের (Omicron news) থাবা ৷ আরও 10 জনের শরীরে কোভিড 19-এর এই নয়া ভ্যারিয়েন্ট (10 new cases of Omicron in Delhi) মিলেছে ৷ এর ফলে দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 20 ৷ আজ এ কথা জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Delhi Health Minister Satyendar Jain)৷ এঁদের মধ্যে 10 জন সুস্থ হয়ে গিয়েছেন ৷

এখনও পর্যন্ত দেশে 90 জনেরও বেশি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷ মহারাষ্ট্রে ওমিক্রনের আঘাত আপাতত সবচেয়ে বেশি ৷ সেখানে 32 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷ এ ছাড়াও কর্নাটক, গুজরাত, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও এ রাজ্যেও হানা দিয়েছে ওমিক্রন ৷

আরও পড়ুন: Joe Biden warns of Omicron : ওমিক্রন নিয়ে দুশ্চিন্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, সে রাজ্যে আরও 5 জনের শরীরে মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট ৷ এর ফলে কর্নাটকে নয়া এই স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা হয়েছে 8 ৷ টুইটে এ কথা জানিয়ে তিনি বলেন, "কর্নাটকে আজ আরও 5 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷ ব্রিটেন ফেরত 19 বছরের তরুণ, দিল্লি ফেরত 36 বছরের এক যুবক এবং 70 বছরের এক বৃদ্ধা, নাইজেরিয়া ফেরত 52 বছরের প্রৌঢ় ও দক্ষিণ আফ্রিকা ফেরত 33 বছরের যুবক ওমিক্রনে আক্রান্ত ৷"

আরও পড়ুন : Omicron : ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা 70 গুণ বেশি হলেও দাপট কম

করোনাভাইরাসের নয়া এই ভ্যারিয়েন্টে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ব্রিটেন ৷ সেখানে আক্রান্ত হয়েছেন 11,708 জন ৷ তার পরেই রয়েছে ডেনমার্ক ৷ সেখানে ওমিক্রন রোগীর সংখ্যা 9,009 জন ৷ তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে ৷ সেখানে 1,792 জন ওমিক্রনে আক্রান্ত ৷ আর 1,134 জন ওমিক্রন রোগী মিলেছে দক্ষিণ আফ্রিকায় ৷

আরও পড়ুন: Omicron in Bengal : তৎপর জেলা স্বাস্থ্য দফতর, ওমিক্রন আক্রান্ত বাচ্চাটিকে আনা হচ্ছে মালদা মেডিক্যালে

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: রাজধানীতে ফের ওমিক্রনের (Omicron news) থাবা ৷ আরও 10 জনের শরীরে কোভিড 19-এর এই নয়া ভ্যারিয়েন্ট (10 new cases of Omicron in Delhi) মিলেছে ৷ এর ফলে দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 20 ৷ আজ এ কথা জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Delhi Health Minister Satyendar Jain)৷ এঁদের মধ্যে 10 জন সুস্থ হয়ে গিয়েছেন ৷

এখনও পর্যন্ত দেশে 90 জনেরও বেশি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷ মহারাষ্ট্রে ওমিক্রনের আঘাত আপাতত সবচেয়ে বেশি ৷ সেখানে 32 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷ এ ছাড়াও কর্নাটক, গুজরাত, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও এ রাজ্যেও হানা দিয়েছে ওমিক্রন ৷

আরও পড়ুন: Joe Biden warns of Omicron : ওমিক্রন নিয়ে দুশ্চিন্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, সে রাজ্যে আরও 5 জনের শরীরে মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট ৷ এর ফলে কর্নাটকে নয়া এই স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা হয়েছে 8 ৷ টুইটে এ কথা জানিয়ে তিনি বলেন, "কর্নাটকে আজ আরও 5 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷ ব্রিটেন ফেরত 19 বছরের তরুণ, দিল্লি ফেরত 36 বছরের এক যুবক এবং 70 বছরের এক বৃদ্ধা, নাইজেরিয়া ফেরত 52 বছরের প্রৌঢ় ও দক্ষিণ আফ্রিকা ফেরত 33 বছরের যুবক ওমিক্রনে আক্রান্ত ৷"

আরও পড়ুন : Omicron : ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা 70 গুণ বেশি হলেও দাপট কম

করোনাভাইরাসের নয়া এই ভ্যারিয়েন্টে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ব্রিটেন ৷ সেখানে আক্রান্ত হয়েছেন 11,708 জন ৷ তার পরেই রয়েছে ডেনমার্ক ৷ সেখানে ওমিক্রন রোগীর সংখ্যা 9,009 জন ৷ তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে ৷ সেখানে 1,792 জন ওমিক্রনে আক্রান্ত ৷ আর 1,134 জন ওমিক্রন রোগী মিলেছে দক্ষিণ আফ্রিকায় ৷

আরও পড়ুন: Omicron in Bengal : তৎপর জেলা স্বাস্থ্য দফতর, ওমিক্রন আক্রান্ত বাচ্চাটিকে আনা হচ্ছে মালদা মেডিক্যালে

Last Updated : Dec 17, 2021, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.