ETV Bharat / bharat

Himachal heavy rain : প্রবল বর্ষণে হিমাচল প্রদেশে মৃত 10, ক্ষতি হাজার কোটি - হিমাচল প্রদেশে মৃত্যু

প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ৷ 24 ঘণ্টায় প্রাণ হারিয়েছেন 10 জন ৷ বৃষ্টির জেরে জুন থেকে এখনও পর্যন্ত রাজ্যের মোট আর্থিক ক্ষতির পরিমাণ 1 হাজার কোটি টাকারও বেশি ৷

Himachal heavy rain
প্রবল বর্ষণে হিমাচল প্রদেশে মৃত 10, নামলো ধস
author img

By

Published : Sep 24, 2021, 4:04 PM IST

সিমলা, 24 সেপ্টেম্বর : প্রবল বৃষ্টির ফলে গত 24 ঘণ্টায় হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে 10 জনের ৷ ওই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে গত 130 দিনে হিমাচলে প্রাণ হারিয়েছেন 432 জন ৷

জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির জেরে হিমাচলে বন্ধ হয়ে গিয়েছে 123টি রাস্তা ৷ বৃষ্টির জেরে পথ দুর্ঘটনার কারণেও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ৷ নষ্ট হয়েছে বেশকিছু গবাদি পশুর থাকার জায়গা ৷ রাজ্যের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে চলতি বছরের 13 জুন থেকে এখনও পর্যন্ত 1 হাজার 108 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে হিমাচল প্রদেশের ৷ এর মধ্যে কৃষিক্ষেত্রে ক্ষতির পরিমাণ 745 কোটি টাকা ৷ লাগাতার বর্ষণের ফলে নিখোঁজ হয়েছেন 12 জন ৷ গত 130 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে 857টি বাড়ি ও 700টি গোয়াল ঘর ৷

আরও পড়ুন : punjab terror suspects arrested : তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে সিমলার হোম গার্ড অফিসের কাছে রাস্তায় ধস নামে ৷ যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

সিমলা, 24 সেপ্টেম্বর : প্রবল বৃষ্টির ফলে গত 24 ঘণ্টায় হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে 10 জনের ৷ ওই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে গত 130 দিনে হিমাচলে প্রাণ হারিয়েছেন 432 জন ৷

জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির জেরে হিমাচলে বন্ধ হয়ে গিয়েছে 123টি রাস্তা ৷ বৃষ্টির জেরে পথ দুর্ঘটনার কারণেও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ৷ নষ্ট হয়েছে বেশকিছু গবাদি পশুর থাকার জায়গা ৷ রাজ্যের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে চলতি বছরের 13 জুন থেকে এখনও পর্যন্ত 1 হাজার 108 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে হিমাচল প্রদেশের ৷ এর মধ্যে কৃষিক্ষেত্রে ক্ষতির পরিমাণ 745 কোটি টাকা ৷ লাগাতার বর্ষণের ফলে নিখোঁজ হয়েছেন 12 জন ৷ গত 130 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে 857টি বাড়ি ও 700টি গোয়াল ঘর ৷

আরও পড়ুন : punjab terror suspects arrested : তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে সিমলার হোম গার্ড অফিসের কাছে রাস্তায় ধস নামে ৷ যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.