ETV Bharat / bharat

জুলাইতেই প্রতিদিন মিলবে 1 কোটি করোনা টিকা : আইসিএমআর প্রধান

author img

By

Published : Jun 1, 2021, 6:49 PM IST

Updated : Jun 1, 2021, 6:59 PM IST

করোনা টিকার জন্য মানুষকে ধৈর্য ধরতে বললেন ICMR-এর প্রধান বলরাম ভার্গব ৷ জুলাইয়ের মাঝামাঝি বা অগস্টের শুরুতে প্রতিদিন দেশে এক কোটি কোভিড টিকা (Covid Vaccines) পাওয়া যাবে বলে দাবি করেছেন তিনি ৷

"1 Crore Vaccines Per Day By Mid-July": ICMR chief Dr Balram Bhargava
জুলাইতেই প্রতিদিন মিলবে 1 কোটি করোনা টিকা : ICMR প্রধান

নয়াদিল্লি, 1 জুন : জুলাইয়ের মাঝামাঝি অথবা অগস্টের শুরুর মধ্যে প্রতিদিন দেশে এক কোটি কোভিড টিকা (Covid Vaccines) পাওয়া যাবে ৷ এমনই দাবি করলেন ICMR-এর প্রধান ডা. বলরাম ভার্গব ৷ কেন্দ্রের তরফে আগেই দাবি করা হয়েছে যে, চলতি বছরের শেষের দিকেই গোটা দেশের জনগণকে টিকা দেওয়া সম্ভব হবে ৷

দেশের বিপুল জনসংখ্যার কারণে মানুষকে একটু ধৈর্য ধরতে বলেছেন ডা. ভার্গব ৷ বর্তমানে যে পরিমাণে টিকার উত্পাদন হচ্ছে, তাতে ভবিষ্যতে টিকার ঘাটতি দেখা দেবে বলে মনে করছেন না তিনি ৷ করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি ও কড়া বিধিনিষেধের কারণে ভাইরাসের দ্বিতীয় ঢেউকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে তাঁর মত ৷

আরও পড়ুন : সপ্তাহে 2-3 দিন ছুটি, রাতে 6-7 ঘণ্টা কাজ ; ডাক্তার-নার্সদের জন্য নয়া নির্দেশিকা

আইসিএমআর প্রধান বলেছেন, "টিকার কোনও ঘাটতি নেই ৷ আপনি যদি ভাবেন এক মাসে সবার টিকাকরণ হয়ে যাবে, তবে ঘাটতি বলে মনে হবে ৷ তবে আমাদের জনসংখ্যা আমেরিকার থেকে চার গুণ বেশি ৷ ধৈর্য ধরতে হবে ৷ জুলাইয়ের মাঝামাঝি অথবা অগস্টের শুরুর দিকেই আমাদের কাছে প্রচুর ডোজ থাকবে ৷ দিনে এক কোটি ডোজ পাওয়া যাবে ৷"

নয়াদিল্লি, 1 জুন : জুলাইয়ের মাঝামাঝি অথবা অগস্টের শুরুর মধ্যে প্রতিদিন দেশে এক কোটি কোভিড টিকা (Covid Vaccines) পাওয়া যাবে ৷ এমনই দাবি করলেন ICMR-এর প্রধান ডা. বলরাম ভার্গব ৷ কেন্দ্রের তরফে আগেই দাবি করা হয়েছে যে, চলতি বছরের শেষের দিকেই গোটা দেশের জনগণকে টিকা দেওয়া সম্ভব হবে ৷

দেশের বিপুল জনসংখ্যার কারণে মানুষকে একটু ধৈর্য ধরতে বলেছেন ডা. ভার্গব ৷ বর্তমানে যে পরিমাণে টিকার উত্পাদন হচ্ছে, তাতে ভবিষ্যতে টিকার ঘাটতি দেখা দেবে বলে মনে করছেন না তিনি ৷ করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি ও কড়া বিধিনিষেধের কারণে ভাইরাসের দ্বিতীয় ঢেউকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে তাঁর মত ৷

আরও পড়ুন : সপ্তাহে 2-3 দিন ছুটি, রাতে 6-7 ঘণ্টা কাজ ; ডাক্তার-নার্সদের জন্য নয়া নির্দেশিকা

আইসিএমআর প্রধান বলেছেন, "টিকার কোনও ঘাটতি নেই ৷ আপনি যদি ভাবেন এক মাসে সবার টিকাকরণ হয়ে যাবে, তবে ঘাটতি বলে মনে হবে ৷ তবে আমাদের জনসংখ্যা আমেরিকার থেকে চার গুণ বেশি ৷ ধৈর্য ধরতে হবে ৷ জুলাইয়ের মাঝামাঝি অথবা অগস্টের শুরুর দিকেই আমাদের কাছে প্রচুর ডোজ থাকবে ৷ দিনে এক কোটি ডোজ পাওয়া যাবে ৷"

Last Updated : Jun 1, 2021, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.