পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কেন হিন্দি ধারাবাহিক 'ঝনক'-এর কেন্দ্রে বাঙালি পরিবার, ইটিভি ভারতে খোলসা করলেন লীনা গঙ্গোপাধ্যায় - Leena Gangopadhyay

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 4:04 PM IST

টেলিভিশন জগতে বড় নাম লীনা গঙ্গোপাধ্যায় ৷ বাংলার বিনোদন দুনিয়াকে সমৃদ্ধ করার পাশাপাশি এখন তিনি মুম্বইতেও লেখনীর মাধ্যমে নিজের জায়গা বুঝিয়ে দিচ্ছেন  ৷ এই মুহূর্তে এক হিন্দি চ্যানেলে তাঁর গল্পে 'ঝনক' ধারাবাহিক চলছে রমরমিয়ে । সেখানে একটি বাঙালি পরিবার গল্পের মূল কেন্দ্রবিন্দু । এর মাধ্যমে বাঙালি সংস্কৃতিও জায়গা করে নিচ্ছে  হিন্দি ধারাবাহিকে । অনেকে মাঝে মধ্যে বাংলায় কথাও বলছেন । পাঁচ নম্বরে রয়েছে ধারাবাহিক 'ঝনক'। এই ধারাবাহিকে বাংলা থেকে অভিনয় করছেন ভরত কল, অঙ্কিতা চক্রবর্তী, ক্রুশল আহুজা এবং ঋষি কৌশিক ।  

লীনা গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু বাংলা ধারাবাহিকের হিন্দি ভার্সনও চলছে মুম্বইতে । যেগুলি ভালোরকমের সাড়া ফেলেছে হিন্দি চ্যানেলে । এর মধ্যে রয়েছে 'অনুপমা', 'ইমলি', 'গুম হ্যায় কিসিকে পেয়ার মে', 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়' ৷ এগুলি সবই বাংলা ধারাবাহিকের হিন্দি ভার্সন । তবে ওই ধারাবাহিকগুলি এসেছে অন্য প্রযোজনায় । আর 'ঝনক' লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনাতেই চলছে হিন্দি ভাষায়, যা বাংলা এবং কখনও ইংরেজিতে লিখছেন লেখিকা । অনুবাদক অনুবাদ করছেন হিন্দিতে । মুম্বইতে শুরুর দিকে কাজ করার অভিজ্ঞতা থেকে হিন্দি ধারাবাহিকে বাঙালি পরিবার ৷ ইটিভি ভারতকে এর পিছনের কারণ জানালেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details