জয়ের স্বাদ পেয়ে চোখে জল মথুরাপুরের তৃণমূল প্রার্থীর - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024
Published : Jun 4, 2024, 8:18 PM IST
TMC Wins in Mathurapur Lok Sabha: বিজেপি প্রার্থী অশোক পুরকাইতকে হারিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্র ধরে রাখলেন তৃণমূলের বাপি হালদার ৷ প্রায় দেড় লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছেন তৃণমূল প্রার্থী। জয়ের স্বাদ পেয়ে আনন্দে কেঁদে ফেললেন তিনি ৷ মথুরাপুরের তৃণমূল প্রার্থী বলেন, "এই জয় বাংলার মানুষের ৷ এই জয় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ এই জয় মায়েদের লক্ষ্মীর ভাণ্ডারের ৷ এই জয় তৃণমূলের সকল কর্মী সমর্থকদের । মানুষ আমাদের দলীয় কর্মীদের শ্রমের যোগ্য ফল দিয়েছে ৷ তাই আজকের এই জয় ৷ দিল্লিতে বাংলার অধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের কাজ ৷"
তৃতীয় রাউন্ড ভোট গণনা শেষ হতেই উৎসবের মেজাজ ধরা পড়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রে ৷ সবুজ আবিরে একে অপরকে রাঙাতে শুরু করেন তৃণমূল নেতা-কর্মীরা ৷ বাপি হালদারের জয়ে উচ্ছ্বসিত তাঁরা ৷ মালা পরিয়ে বরণ করে নেওয়া হল তৃণমূল প্রার্থীকে ৷ 2019 সালেও মথুরাপুরে জয়লাভ করে তৃণমূল ৷ এই আসনে লড়াই করেছিলেন চৌধুরী মোহন জাটুয়া ৷ তিনি সাত লক্ষের অধিক ভোটে জিতেছিলেন ৷ এবারও এই আসনে জিতে সেই ধারা বজায় রাখলেন বাপি হালদার ৷