পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বোনাসের দাবিতে ফের পথ অবরোধ চা-শ্রমিকদের - Tea Workers Protest

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 5:13 PM IST

Road Blockade in Banarhat: এক দফায় 16 শতাংশ বোনাসের দাবিতে ফের বানারহাটে চা শ্রমিকদের পথ অবরোধ । কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা অ্যান্ড্রুইল কোম্পানির চারটি বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে বানারহাটের এলআরপি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে রাখেন । মঙ্গলবার সকাল 10টা থেকে বানারহাট চৌপথি এলাকায় শ্রমিকরা এই অবরোধ শুরু করেন । পুজোর মুখেও এখনও বোনাস মেলেনি বলে অভিযোগ ৷ তাই একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাগানের শ্রমিকরা । ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল 16 শতাংশ বোনাস প্রদান করা হবে ৷ কিন্তু মালিক কর্তৃপক্ষ একসঙ্গে সেই বোনাস দিতে নারাজ  ৷ তাই ক্ষোভে ফুঁসছেন চা বাগানের শ্রমিকরা । 

জানা গিয়েছে, বানারহাট ব্লকের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা অ্যান্ড্রু উইল কোম্পানির চারটি বাগানে এখনও বোনাস হয়নি । বোনাস ইস্যুতে গত কয়েক দিন থেকে অসন্তোষ চলছিল নিউ ডুয়ার্স, কারবালা, চুনাভাটি এবং বানারহাট চা বাগানে । শ্রমিক ইউনিয়নের নেতা বাবুন গোপের কথায়, বাগান কর্তৃপক্ষের তরফে 16 শতাংশ বোনাসকে দুই দফায় দেওয়ার কথা বলা হয়েছে । কিন্তু শ্রমিকদের এক দফায় বোনাস চাই ৷ তা না-মেলায় ফের আন্দোলনে চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details