ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসনে, বিশ্ব জয়ের আনন্দে মাতোয়ারা - T20 World Cup Celebration - T20 WORLD CUP CELEBRATION
Published : Jun 30, 2024, 5:53 PM IST
T20 World Cup Victory Celebration: দীর্ঘ 13 বছরের অপেক্ষার অবসান ৷ ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে ৷ শনিবার রাত তখন 11টা বেজে 30 মিনিট ৷ এল মাহেন্দ্রক্ষণ ৷ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হয় 140 কোটির দেশ ৷ এরপর আর কে ধরে রাখে ৷ বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেশবাসীর ৷ বিশ্বজয়ের বিজয়োল্লাস রাত ভোর জাগিয়ে রাখল বঙ্গবাসীকে ৷ আনন্দ অশ্রুতে নাচে-গানে বিশ্বকাপ উদযাপন করল আট থেকে আশি ৷ উত্তরবঙ্গে তখন অঝোরে বইছে বারিধারা ৷ তাতে কী ! বৃষ্টিকে উপেক্ষা করেই আনন্দ উল্লাসে মাতল জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের বাসিন্দারা ৷
কে বলবে মাঝরাত ৷ ভিড়ে ঠাসা রাস্তাঘাট ৷ তেরঙা নিয়ে চলল যুবকদের বাইক ব়্যালি ৷ ডিজে বাজিয়ে রাস্তায় দেদার নাচ, সঙ্গে রংবেরঙের বাজির রোশনাই ৷ মুখে একটাই স্লোগান 'ভারত মাতা কি জয়' ৷ রাতের অন্ধকার কেটে সকালের আলো ফুটলেও বিশ্বজয়ের আনন্দ উল্লাস জারি ৷ দেশবাসীকে যে খুশি উপহার দিয়েছে ভারতীয় দল তার রেশ এত সহজে কাটবে বলে মনে হচ্ছে না ৷ রবিবারও সকলের মুখে কেবল বিশ্বকাপের কথা ৷ পাড়ার চায়ের আড্ডা থেকে বাড়িতে দুপুরে খাবারের টেবিলে আলোচনার মধ্যমণি বিরাট, রোহিত থেকে হার্দিকরা ৷