সৌরভে সুরভিত বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো, দেখুন ভিডিয়ো - SOURAV GANGULY CELEBRATES PUJA
Published : Oct 11, 2024, 10:13 PM IST
পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারের উদ্বোধক বরাবর তিনিই ৷ তৃতীয়ার সন্ধেয় এবারও সেরে ফেরেছিলেন উদ্বোধন ৷ আর শুক্রবার সকালে পাঞ্জাবী পরিহিত হয়ে পাড়ার পুজোয় অষ্টমীর অঞ্জলি দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ পুজো মানে ব্যস্ত জীবন থেকে কয়েকটা দিনের ছুটি। কাছের মানুষদের সঙ্গে আড্ডা এবং নিয়ম ভাঙা ৷ দেশের প্রাক্তন অধিনায়কও তার ব্যতিক্রম নন ৷ শুক্রের সকালে অষ্টমী-নবমীর যৌথ তিথিতে পুজোর সব উপচারিতা সেরে মণ্ডপেই পরিচিতদের সঙ্গে খোশগল্পে মাতলেন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷ তাঁকে দেখে দর্শনার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত ৷ হাসিমুখেই মেটালেন ছবির আবদার ৷ যদিও এদিন সকালে সৌরভের সঙ্গে দেখা যায়নি স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কিংবা মেয়ে সানাকে ৷ তবে এসেছিলেন সৌরভের দাদা তথা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷