পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অরণ্যকন্যা এবার নজর কাড়ছে জোড়াপুল শ্যামাপুজোয়

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

কালীপুজো মানেই সবার আগে আসে বারাসতের নাম। কারণ উত্তর 24 পরগনার বারাসতের কালীপুজো দর্শকদের মন টানে। থিমের অভিনবত্ব থেকে ঝলমলে আলোকসজ্জা, যেন এক অন্য মাত্রা পায় এখানের কালীপুজো প্যান্ডালগুলিতে। কিন্তু উত্তরের বারাসতকে টেক্কা দিতে কোনও অংশে পিছিয়ে নেই দক্ষিণ বারাসতও ৷ দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসত এলাকার বেশ কয়েকটি পুজো থিমের ছোঁয়াতে দর্শকদের মন জয় করছে ৷ এর মধ্যে অন্যতম দক্ষিণ বারাসতের জোরাপুল যুব গোষ্ঠীর শ্যামাপুজো ৷

হীরক জয়ন্তী বর্ষে জোরাপুল যুব গোষ্ঠীর শ্যামাপুজোর ভাবনায় এবার অরণ্যকন্যা। কয়েকবছর ধরেই এই পুজো এলাকার মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে। নবদ্বীপের শিল্পীরা মণ্ডপে অরণ্যকন্যা ফুটিয়ে তুলেছেন । মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমাও তৈরি হয়েছে ৷ এছাড়াও রয়েছে চন্দননগরের আলোকসজ্জা ৷ 

ABOUT THE AUTHOR

...view details