পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভাগীরথীর জল বাড়ায় রানাঘাটে একাধিক চাষের জমি প্লাবিত, মাথায় হাত চাষীদের - flooded in Ranaghat - FLOODED IN RANAGHAT

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 10:34 PM IST

ভাগীরথীর জল বাড়ায় রানাঘাট ন'পাড়া মাসুন্ডা এলাকার একাধিক চাষের জমি প্লাবিত ৷ যার জেরে মাথায় হাত চাষীদের। ভাগীরথী নদীর জল স্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে। তার ফলেই জলমগ্ন হয়ে পড়েছে নদী তীরবর্তী একাধিক অঞ্চল। গোসাইচর সাহেবডাঙ্গা এলাকায় প্লাবিত একাধিক চাষের জমি। এই এলাকার একাধিক কৃষক বন্যার কবলে সর্বস্ব হারিয়েছেন ৷

 কৃষি ঋণ নিয়ে চাষ করেছিলেন অধিকাংশই ৷ ফসল ভর্তি কৃষি জমি এখন জলের তলায়। আগামিদিনে কীভাবে কৃষি ঋণ শোধ করবেন বা পরে ফের নতুন করে কৃষি কাজ শুরু করবেনই বা কী করে, সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে কৃষকদের। বন্যা কবলিত এলাকার কৃষকদের দাবি সরকারি সহযোগিতার। সরকার কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, সেদিকেই তাকিয়ে কৃষকরা ৷ যদিও বর্তমান পরিস্থিতিতে নদিয়ার বেশিরভাগ নদী তীরবর্তী এলাকা এখন জলমগ্ন পরিস্থিতি ৷ প্রতিদিনই হু-হু করে বাড়ছে ভাগীরথী নদীর জল স্তর। আগামিদিনে চাষের ক্ষেত্রে আরও ভয়াবহ ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে বলে আতঙ্কে রাতের ঘুম উড়েছে চাষীদের।

ABOUT THE AUTHOR

...view details