পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দক্ষিণের তীব্র দাবদাহ, উত্তরে স্বস্তির বৃষ্টি; রইল ভিডিয়ো - Weather in Bengal

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 10:29 PM IST

Alipurduar Rain: দক্ষিণের তীব্র দাবদাহের মাঝে উত্তরে স্বস্তির বৃষ্টি। আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ব্যাপক বৃষ্টির ফলে স্বস্তির নি:শ্বাস ফেলল সাধারণ মানুষ। তীব্র গরমের মাঝে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার ফলে মেলে স্বস্তি । ক্ষণিকের ঝড়ে ব্যাপক ক্ষতি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়। রবিবার বিকেলে কিছুক্ষণের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে ৷ 

ক্ষনিকের ঝড়ে ও মুষলধারে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক শ্রমিক আবাসন। ঝড়ের কারণে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি-সহ একাধিক বড় গাছ। অধিকাংশ এলাকায় বিকেল থেকেই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে ৷ তার জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এমনকী আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকেও ব্যপক ঝড়বৃষ্টি হয়।

বৃষ্টির ফলে চা বাগানের ভালো হয়েছে। শুখা মরসুমে পরন্ত বিকেলে ব্যাপক বৃষ্টির ফলে হাসছে চা বাগানও। এদিনের ঝড়ে কালচিনি ব্লকের মেচপাড়া, আটিয়াবাড়ি চা বাগানের একাধিক শ্রমিকের ঘর ক্ষতিগ্রস্ত হয়। কারও বাড়ির ওপর পড়েছে সুপরি গাছ, আবার কারও ঘরের টিন উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে । অন্যদিকে, পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ আগামী কয়েকদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ 

ABOUT THE AUTHOR

...view details