পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ইভিএম দেখতে বুথে রচনা, তৃণমূল প্রার্থীকে বাইরে যেতে বললেন প্রিসাইডিং অফিসার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 4:31 PM IST

Hooghly Lok Sabha constituency: হুগলিতে জমজমাট ভোটের দিন। একদিকে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়। অন্যদিকে, বিজেপির লকেট চট্টোপাধ্য়ায়। সোমবার সকাল থেকেই দেশ তথা রাজ্য়জুড়ে পঞ্চম দফার ভোটে এলাকায় ঘুরছেন দু'জনেই। ইটিমধ্য়েই সহায়তা কেন্দ্র থেকে তৃণমূলের স্লিপ বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন লকেট চট্টোপাধ্য়ায় ৷ সেইসঙ্গে তাড়া করে এক এজেন্টকে বের করেন লকেট ৷ এদিকে, রচনা বন্দ্যোপাধ্যায় পাণ্ডুয়ায় এক বুথ পরিদর্শনে যান ৷ সেখানে বুথের ভিতরে গিয়ে ইভিএমের কাছে চলে যান ৷ তখনই প্রিসাইডিং অফিসার বুথ থেকে তাঁকে বাইরে যেতে বলেন।

এদিন হুগলি লোকসভা কেন্দ্রের পাণ্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ে যান রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে বুথ নং 265, 271, 272, 273, 274, 275 নম্বর বুথ ঘুরে দেখেন তিনি। সেখানে 273 নম্বর বুথের ভিতরে ইভিএম মেশিনের কাছে চলে যান তিনি। যদিও বাইরে বেরিয়ে রচনা বলেন, "ঘুরে দেখলাম বুথগুলি। যেখানে ইভিএম আছে সেখানে আলোর একটু সমস্যা ছিল। তার ফলে যারা বয়স্ক ব্যক্তি তাঁদের ভোট দিতে অসুবিধা হচ্ছিল। সেই কারণে দেখতে গিয়েছিলাম।" বিজেপির অভিযোগ, এইভাবে কোনও প্রার্থী ভোট চলাকালীন ইভিএম মেশিনের কাছে যেতে পারে না কেউ।

ABOUT THE AUTHOR

...view details