পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বড়জোড়ায় বাঁদরের তাণ্ডবে আক্রান্ত দুই স্কুল পডুয়া, আহত 12 এলাকাবাসীও - MONKEY ATTACK IN BANKURA - MONKEY ATTACK IN BANKURA

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 9:06 PM IST

এক-দু’দিন নয়, প্রায় 7 দিন ধরে বাঁদরের বাঁদরামি সহ্য করছেন বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দারা ৷ বাঁদরের কামড়ে ইতিমধ্যেই জখম হয়েছে দুই স্কুল পড়ুয়া ও 12 জন স্থানীয় বাসিন্দা ৷ স্বাভাবিকভাবেই বাঁদরের বাঁদরামিতে ঘুম ছুটেছে আট-থেকে আশি সকলের ৷ খবর দেওয়া হলে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ঘুম পাড়ানি ইঞ্জেকশন ও জাল দিয়ে বাঁদরগুলিকে বাগে আনতে সমর্থ বন দফতর ৷ 

জানা গিয়েছে, সোমবার সকাল থেকে বড়জোড়ার রাজারবাঁধ, বিজয় ময়দান এলাকায় তাণ্ডব চালাচ্ছে একাধিক বাঁদরের দল ৷ এমনকী স্থানীয় বড়জোড়া উচ্চ বিদ্যালয়েও হামলা চালায় বাঁদরের দলগুলি ৷ স্কুল সূত্রে খবর, এদিন পডুয়ারা যখন স্কুলে মিড মিলের খাবার খাচ্ছিল সেই সময় দুই পড়ুয়াকে কামড়ে দেয় ৷ ঘটনা প্রসঙ্গে বড়জোড়া উচ্চ বিদ্যালয়ের টিচার ইন-চার্জ বামদেব মুখোপাধ্যায় বলেন, "সকালে আমাদের বিদ্যালয়ে অন্য একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে চলে। সেই বিদ্যালয়েরই দু’জন ছাত্রকে বাঁদরটি কামড়ে দিয়েছে। আমরা বনদফতরকে খবর দিয়েছিলাম ৷" অন্যদিকে বাঁদরের আক্রমণে আহত স্থানীয় বাসিন্দা সুনীতি পাঁজা বলেন, "বাড়ির উঠোনে কাজ করছিলাম। সেই সময় হঠাৎ বাঁদরটি আমাকে আক্রমণ করে। আমার হাতে কামড়ে দিয়েছে ৷ আমরা আতঙ্কিত।" 

ABOUT THE AUTHOR

...view details