মালদা উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতার জনসভা, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 30, 2024, 3:14 PM IST
|Updated : Apr 30, 2024, 3:59 PM IST
তৃতীয় দফায় 7 এপ্রিল নির্বাচন রয়েছে বঙ্গের চার লোকসভা কেন্দ্রে ৷ যার মধ্যে মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রও রয়েছে ৷ আজ মঙ্গলবার পুরাতন মালদার ঘোষপাড়া এলাকার শক্তি সংঘের তাঁতিপাড়া মাঠে বক্তব্য রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করছেন তিনি ৷ পৌর এলাকার মানুষজন মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী শহরের বেহাল নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সমস্যা মেটাতে কিছু বলেন কি না ৷ কিন্তু রাজনৈতিক দিক থেকে পুরাতন মালদা শহর এলাকায় মমতার এদিনের সভা বিশেষ গুরুত্বপূর্ণ ৷ কারণ এই মুহূর্তে পুরাতন মালদা শহর এলাকায় তৃণমূল একাধিক উপদলে বিভক্ত বলে জেলার রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে ৷
Last Updated : Apr 30, 2024, 3:59 PM IST