উত্তমের সমর্থনে কাঁথির রাজপথে মমতা, জনজোয়ারে ভাসল শুভেন্দুর গড় - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 16, 2024, 9:29 PM IST
Mamata Banerjee Vote Campaign: হলদিয়া নির্বাচনী প্রচার শেষে বৃহস্পতিবার কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে নির্বাচনী প্রচারে পথসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জননেত্রীকে একবার চোখের দেখা দেখার জন্য রাস্তার দু'ধারে উপচে পড়ছিল সাধারণ মানুষের ভিড় ৷ লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী থেকে শুরু করে সরকারের নানা প্রকল্পের প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অনেকে ৷ এদিন কাঁথি শহর মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তায় ৷
এইদিন হলদিয়া থেকে চপারে করে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী অরবিন্দ স্টেডিয়ামে নামেন সাড়ে তিনটে নাগাদ । তারপর জুনপুট মোড় সংলগ্ন রাস্তায় পথসভা শুরু করেন তিনি । কাঁথি শহর পরিক্রমা করে কাঁথি স্টেশন রোড পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথসভায় পা মেলান দীর্ঘদিনের সঙ্গী রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি , এলাকার দাপুটে নেতা তরুণ জানা ও বিধায়ক সোহম চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃত্বরা । পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের নেতৃত্বে কাঁথি শহর মুড়ে ফেলা হয়েছিল কড়া পুলিশি প্রহরায় ৷