বর্ধমানে প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর; দেখুন সরাসরি - বর্ধমানে মমতা
Published : Jan 24, 2024, 1:00 PM IST
|Updated : Jan 24, 2024, 2:04 PM IST
পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঞ্চ থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। এছাড়াও এদিনের মঞ্চ থেকেই বেশ কিছু উপভোক্তার হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে আছে রাস্তাশ্রী প্রকল্পের আওতায় জেলাজুড়ে 390টি রাস্তা, রায়না-দামিন্যা ভায়া গোতানের রাস্তা দৃঢ়করণ, কাটোয়া মহকুমা হাসপাতালে 100 শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল, একাধিক জায়গায় নলবাহী পানীয় জল প্রকল্প, পূর্ব বর্ধমান জেলার নবনির্মিত প্রশাসনিক ভবন, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনির্মিত অক্সিজেন মেনিফোল্ড বিল্ডিং, এক কোটি টাকা ব্যয়ে ইউরোলজি মেশিন স্থাপন ও কচুরিপানা থেকে হস্তশিল্প সামগ্রী প্রস্তুত করার জন্য 47 লক্ষ বরাদ্দের কাজ ৷
পাশাপাশি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সরকারি আইটিআই ওয়ার্কশপ ভবনের জন্য উলম্ব সম্প্রসারণ, নলবাহিত জল সরবরাহ, রাস্তার সংস্কার, নতুন পাবলিক হেলথ ইউনিট ও পানীয় জল সরবরাহের ব্যবস্থা-সহ বেশ কিছু উদ্বোধন ৷ এদিন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী 491টি প্রকল্প উদ্বোধন ও 547টি প্রকল্পের শিলান্যাস করবেন বলে জানা গিয়েছে ।