মণ্ডপেই নিরঞ্জন হল টালা প্রত্যয়ের প্রতিমা, দেখুন ভিডিয়ো - IMMERSION OF DURGA IDOL
Published : Oct 14, 2024, 10:11 PM IST
মণ্ডপেই নিরঞ্জন টালা প্রত্যয়ের প্রতিমার ৷ এবছর টালা প্রত্যয়ের বিষয় ভাবনা ছিল 'বিহীন'। 99 তম বর্ষে শিল্পী সুশান্ত শিবানী পালের হাতে ফুটে উঠেছিল মণ্ডপের বিষয়, ভাবনা ও প্রতিমা। পুজো শেষে সেই মণ্ডপেই নিরঞ্জন হল দেবী মূর্তির ৷ নৃত্যানুষ্ঠান, ঢাকের বাদ্যির সঙ্গেই দমকলের হোস পাইপের সাহায্যে লাগাতার জল দিয়ে ধুয়ে দেওয়া হল প্রতিমা।
টালা প্রত্যয় কর্মকর্তা শুভ বসু জানান, বিগত 3 বছর ধরে তাঁরা এভাবেই আমরা পরিবেশবান্ধব পুজো করছেন। শিশা মুক্ত রং দিয়েই প্রতিমা রঙ হয়। আর পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই মণ্ডপে এই বিসর্জনের কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। এবারও তার অন্যথা হয়নি। আগামী বছর এই পুজোর শততম বর্ষ। আর সেবারও এই পুজো কমিটির বিষয় ভাবনা ও প্রতিমা রূপদান করবেন শিল্পী সুশান্ত শিবানী পাল।
এদিন সুশান্ত শিবানী পালের কথায়, "বিসর্জন থেকেই আমার কাজ শুরু হয়। সৃষ্টির বিলীন হয়ে যাওয়া থেকেই নতুন সৃষ্টি নতুন কর্মকাণ্ডের শুরুর পথ চলা। আমার সঙ্গে পুজোর সম্পর্ক প্রায় 26 বছরের ৷ আর প্রতিবছরই টালা প্রত্যয় এই ধরনেরই বিসর্জন পর্ব সাড়ে। তাই আবারও এই বিলীন হয়ে যাওয়া থেকেই আগামী বছরের সৃষ্টির পরিকল্পনা শুরু করব আমি ৷"