গঙ্গাসাগরে কপিলমুনি এক্সপ্রেস ! দেখলে অবাক হতে বাধ্য - DURGA PUJA 2024
Published : Oct 8, 2024, 7:37 PM IST
গঙ্গাসাগরের দ্বীপ এলাকার মানুষদের স্বপ্ন রেলপথ। দ্বীপ হওয়ার কারণে মূল ভূখণ্ডের সঙ্গে রেলের মাধ্যমে যোগাযোগ এখনও সম্ভব হয়ে ওঠেনি। গঙ্গাসাগরে যদি কপিলমুনি এক্সপ্রেস আসত তাহলে তার চিত্রটা কেমন হত ? গঙ্গাসাগরের মানুষদের সেই স্বপ্নকে পুজো মণ্ডপে ফুটিয়ে তুলল মন্দিরতলা সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি।
গঙ্গাসাগর দ্বীপে দুর্গাপুজোর মণ্ডপে অভিনবত্বের ছোঁয়ায় এসে গেল এক্সপ্রেস ট্রেন। কেন্দ্রের অনুমোদন ছাড়া সবাইকে তাক লাগিয়ে গঙ্গাসাগর দ্বীপে ঢুকে পড়ল কপিলমুনি এক্সপ্রেস। মুড়িগঙ্গা নদী পার হলেই গঙ্গাসাগর দ্বীপ। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এই মুড়িগঙ্গা নদীতে তৈরি হবে গঙ্গাসাগর সেতু। তা গঙ্গাসাগরবাসীর কাছে দুঃস্বপ্ন হলেও এর আগেই মন্দিরতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এলাকার বাসিন্দারা পেয়ে গেলেন গঙ্গাসাগর এক্সপ্রেস উপহার ৷
আশ্চর্যের বিষয়, তবে এটা ট্রেন নয়, এটা একটা পুজো মণ্ডপ ৷ এক্সপ্রেস ট্রেনের আদলে তৈরি। দীর্ঘ পাঁচ মাস প্রায় 30 জন কারিগর অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপটি তৈরি করেছেন। আনুষ্ঠানিকভাবে মহালয়ার দিনে ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মণ্ডপটিতে রয়েছে অটোমেটিক সিগনাল, বিভিন্ন জংশন স্টেশনের নাম। আছে কম্পিউটার ভয়েস। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার জন্য তৈরি হয়েছে ওভারব্রিজ ৷
ট্রেনের ভিতরের কয়েকটি বগি পার হয়ে মায়ের মণ্ডপে। একটি বগি থেকে আর একটি বগি পার হতে যতক্ষণ সময় লাগবে তারপরেই শোনা যাবে নতুন স্টেশনের নাম। রয়েছে প্ল্যাটফর্ম, ওভারব্রিজ, কেবিন ঘর, স্টেশন মাস্টারের ঘর, সিগনাল পোস্ট, প্রণামী হিসেবে বাক্সে পয়সা ফেললে বেরিয়ে আসবে গঙ্গাসাগর এক্সপ্রেসের টিকিট, ইত্যাদি।