ধূমপান না-করলেও কর্কট রোগে আক্রান্ত হতে পারে ফুসফুস, ক্যানসার দিবসে রইল চিকিৎসকের পরামর্শ - Lung Cancer
Published : Feb 4, 2024, 1:11 PM IST
চিকিৎসাব্যবস্থার আমূল বিবর্তন হলেও ক্যানসার বা কর্কট রোগ আজও বিভীষিকার মতো ৷ যদিও এখন অনেকেই এই রোগ থেকে সুস্থ হয়ে উঠছেন, তবুও একটা আতঙ্ক রয়েই গিয়েছে ৷ মনের জোর ও সঠিক চিকিৎসার মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সত্যিই একটা চ্যালেঞ্জ । রবিবার বিশ্ব ক্যানসার দিবসে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন বিশেষজ্ঞ চিকিৎসক তন্ময় মণ্ডল ।
কোন ক্যানসার বেশি দেখা যায়, কাদের মধ্যে সেটা বেশি দেখা দেয় এইসব নিয়েই কথা বললেন বিশেষজ্ঞ চিকিৎসক । তবে এর পাশাপাশি সিগারেট বা ধূমপান কতটা ক্যানসারের জন্য দায়ী, সেটাও বোঝালেন তিনি। শুধু ধূমপান নয়, এর সঙ্গে আরও বেশ কিছু কারণ রয়েছে ফুসফুসে ক্যানসার হওয়ার পিছনে। যা মোকাবিলার জন্য আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে জানালেন চিকিৎসক । তবে সচেতনামূলক অনুষ্ঠানের পাশাপাশি সরকারি তৎপরতার বিষয়টিও সমানভাবে প্রয়োজন বলে তাঁর মত ৷