খাবেরের প্যাকেটে আরশোলার বাসা, অভিযানে পুরসভার আধিকারিকরা - cockroach in food packets - COCKROACH IN FOOD PACKETS
Published : Jul 27, 2024, 10:59 PM IST
cockroach in food packets: ঠান্ডা পানীয়ের চারিদিকে ঘুরছে আরশোলা ৷ খাবরের প্যাকেটে যেন বাসা বেঁধেছে তারা। হানা দিয়ে এমনই বিভিন্ন খাবারের প্যাকেট এবং পানীয় বাজেয়াপ্ত করলেন পুরসভার আধিকারিকরা। কোথাও খাবার প্যাকেটে নেই মেয়াদ শেষের তারিখ। শুধু তাই নয়, আধিকারিকরা জানতে পারলেন কেউ আবার ফুড লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন। শনিবার দুপুরে ধূপগুড়ি পুরসভার তরফে এই সব বিষয় খতিয়ে দেখতে অভিযান চালালেন পুরসভার আধিকারিকরা।
আবার দোকানের সামনে সাজানো রয়েছে সারি সারি পানীয়ের বোতল, প্যাকেট। সেই প্যাকেটের ভিতরে বাসা বেঁধেছে আরশোলা। সেই সব দোকান মালিকের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা জানাল পুরসভা। এরপরই খাবারের প্যাকেটগুলি বাজেয়াপ্ত করেন পুরসভার আধিকারিকরা ৷ প্রায় 25টি দোকানে এই অভিযান চালানো হয়। অভিযান আগামিদিনেও চলবে বলে জানান পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর অঞ্জন রায়। তিনি বলেন, "আপাতত এই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে পুরসভায় নিয়ে যাওয়া হবে ৷ পরে এই ব্যবসায়ীদের ডেকে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।"