পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সৌগত রায়ের সমর্থনে পদযাত্রায় হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 3:20 PM IST

Updated : May 28, 2024, 4:09 PM IST

Mamata Banerjee Road Show: সপ্তম দফার ভোট যত এগিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারে ঝড় তুলতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো । দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে আবারও পদযাত্রায় হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ দুপুরে উত্তর 24 পরগনা জেলার বিরাটির বণিক মোড় থেকে শুরু হয়েছে তাঁর এই পদযাত্রা ৷ এয়ারপোর্ট 2 নম্বর গেটে গিয়ে পদযাত্রা শেষ হবে তৃণমূল নেত্রীর । এই পদযাত্রা উপলক্ষে সেজে উঠেছে গোটা এয়ারপোর্ট সংলগ্ন এলাকা । তৃণমূল নেতা কর্মীদের মধ্যে পদযাত্রাকে ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো । পদযাত্রা শেষে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কোনও বার্তা দেন কি না সেদিকেই এখন তাকিয়ে সকলে ।এর আগেও কামারহাটি পৌরসভা থেকে সিঁথির মোড় পর্যন্ত পদযাত্রা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় । তবে সেই পদযাত্রা শুধুমাত্র সৌগত রায়ের সমর্থনে ছিল না । ছিল আরেক তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের সমর্থনেও । এবার অবশ্য দমদমের তৃণমূল প্রার্থীর সমর্থনেই পদযাত্রায় হাঁটছেন মুখ্যমন্ত্রী । পদযাত্রায় মমতা ছাড়াও হাজির রয়েছেন সৌগত রায়-সহ দলের প্রথম সারির নেতারা । 
Last Updated : May 28, 2024, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details