গঙ্গোত্রীর সামনে ভক্তিগীতিতে নাচে-গানে মাতলেন দর্শনার্থীরা, দেখুন ভিডিয়ো - Char Dham Yatra 2024
Published : May 10, 2024, 3:33 PM IST
Gangotri Dham: দেবভূমি উত্তরাখণ্ডে শুক্রবার থেকে শুরু হল চারধাম যাত্রা ৷ আজ সকাল 7টা 15 নাগাদ খুলে গিয়েছে কেদারনাথ মন্দিরের দরজা ৷ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সকাল দশটার পর গঙ্গোত্রী ও যুমনোত্রীর মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছে ৷ আগামী 12 মে বদ্রীনাথ মন্দিরের দরজাও ভক্তদের জন্য খোলা দেওয়া হবে ৷
এদিন বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কেদারনাথ ধামের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বাবা কেদারনাথের মন্দির 24 কুইন্ট্যাল গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। এদিন বলা হয়েছিল সকাল 10টার পর গঙ্গোত্রী ও যমুনাত্রীর দ্বার খোলা হবে ৷
দুপুর 12টা 25 মিনিট নাগাদ ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে গঙ্গোত্রী মন্দিরের দরজা ৷ মন্দিরের দরজা খুলতেই ভক্তদের ভিড় উপচে পড়ে ৷ নাচে-গানে দর্শনার্থীরা মেতে ওঠেন ৷ গঙ্গোত্রী মন্দির চত্বরও ফুল দিয়ে সাজানো হয় ৷ রাজ্য সরকার ইতিমধ্যেই চারধাম যাত্রার সময় তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। লক্ষাধিক পুণ্যার্থী ইতিমধ্যেই তীর্থযাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন।
ভক্তরা চারধাম যাত্রা শুরু করেন যমুনোত্রী থেকে। তারপর গঙ্গোত্রী ও কেদারনাথ ধাম হয়ে শেষ হয় বদ্রীনাথধামে। হিন্দু ধর্মে এই চারধাম যাত্রার গুরুত্ব অপরিসীম। প্রতিবছর মূলত এপ্রিল-মে থেকে শুরু হওয়া এই যাত্রা শুরু হয় আর শেষ হয় অক্টোবর-নভেম্বর মাসে।