পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দেশ থেকে দূরে সিয়াটেলে দুর্গাপুজোয় মাতলেন প্রবাসী বাঙালিরা

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 4:14 PM IST

Durga Puja 2024: পশ্চিমবঙ্গ, ভারত পেরিয়ে বিদেশের মাটিতেও এখন দুর্গাপুজোর রমরমা ৷ আমেরিকা থেকে ব্রিটেনের বিভিন্ন জায়গায় উমার আরাধনায় মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা ৷ তবে সেখানকার পুজো পাঁচদিনের হয় না ৷ কোথাও দু’দিন তো কোথাও একদিনেই পুজো আচার অনুষ্ঠান শেষ করতে হয় ৷ কারণ, ছুটির অভাব ৷ আমেরিকার সিয়াটেলে 19 বছর ধরে দুর্গাপুজো করে আসছেন প্রবাসী বাঙালিরা ৷ এবারেও ধুমধাম করে পুজোর আয়োজন হয় সেখানে ৷ তিনদিনব্যাপী চলে অনুষ্ঠান ৷ বাঙালিদের পাশাপাশি দুর্গাপুজোয় অংশ নিতে দেখা যায় বিদেশিদেরও ৷ তাঁরা মহা আনন্দে ভোগ খান ৷ 

প্রবাসী বাঙালি সাত্যকি চট্টোপাধ্যায়ের কথায়, "আমি 26 বছর সিয়াটেলে আছি ৷ 2005 থেকে উত্তরণে পুজো হচ্ছে ৷ সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করি ৷ দশমীর দিন সিঁদুর খেলা হয় ৷ ভোগের ব্যবস্থাও করা হয় ৷ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ৷" শুভ্রা বলেন, "এখানে মনে হয় দেশের পুজোতে আছি ৷ সকলে মিলে তিনদিন খুব আনন্দ করি আমরা ৷ এই পুজোয় বিদেশিরাও ভোগ খেতে আসেন ৷ এখানকার বাসিন্দারা বাঙালি সংস্কৃতিকে খুব ভালোবাসে ৷"

ABOUT THE AUTHOR

...view details