পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লোকসভায় আলাদায় লড়বে কুড়মি সমাজ, পুরুলিয়ায় প্রার্থী দেওয়ার ঘোষণা

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 10:52 PM IST

Adibasi Kurmi Samaj: আশঙ্কাই সত্যি হল! আসন্ন লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় প্রার্থী দেবে কুড়মি সমাজ। 3 দিনের কর্মসূচি শেষে রবিবার এ কথা জানিয়ে দিলেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। উল্লেখ্য, গত 8 থেকে 10 মার্চ পুরুলিয়া জেলায় তিনদিনের মহাসমাবেশের ডাক দিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। ইটিভি ভারতে এই নিয়ে আগেই জানানো হয়েছিল, কুড়মি সমাজের এই সমাবেশের আলাদা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। 

রবিরার যখন ব্রিগেডের জনগর্জন সভা থেকে শাসকদলের প্রার্থী তালিকা ঘোষণা হল তখনই আলাদা লড়াইয়ের কথা জানালেন কুড়মি সমাজের শীর্ষ নেতারা। পুরুলিয়া জেলায় ভোটে বিশেষ ভূমিকা নেয় এই আদিবাসী কুড়মি সমাজ। তাই তাদের এই নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত যে বিজেপি ও তৃণমূল দু'দলের উপরই চাপ সৃষ্টি করবে তা বলাই যায়। 

এদিন আদিবাসী কুড়মি সমাজের প্রধান নেতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, "আমাদের দাবি পূরণে কোনও রাজনৈতিক দল কোনও কিছু করেনি। তাই দাবি পূরণের কারণেই আমরা লোকসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে যে আন্দোলন কর্মসূচি চলছে তা চলবে। লোকসভা নির্বাচনে লড়াইটাও আমাদের আন্দোলনের অন্যতম অঙ্গ।"

ABOUT THE AUTHOR

...view details