হায়দরাবাদ:কম আলোতে ভিডিয়ো কলের পর আবারও নতুন ফিচার হোয়াটসঅ্যাপের ৷ এবার ব্যবহারকারীরা গোপনরাখতে পারবেন কনট্যাক্ট ৷ যে জিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন সেখানেই সংরক্ষণ করতে পারবেন সমস্ত তথ্য ৷ নতুন ফিচারে ব্যবহারকারীর কাছে অপশন আসবে নম্বরটি হোয়াটঅ্যাপে সেভ করবেন নাকি সংশ্লিষ্ট ডিভাইসে সেভ করবেন ৷
অ্যাপলের 'বিজনেস কানেক্ট' ফিচার, দেখা যাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোগো
এর আগে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা শুধুমাত্র ফোন নম্বর টাইপ করে, একটি QR কোড স্ক্যান করে সেটি সেভ করতে হত ৷ সেটি সংশ্লিষ্ট ডিভাইসে সেভ হয়ে যেত ৷ নতুন ফিচারে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে সেভ করতে পারবেন নম্বরটি ৷ ব্যবহারকারীদের কাছে অপশন থাকবে তাঁরা সেটি হোয়াটসঅ্যাপ ওয়েব এবং উইন্ডোজ অ্যাপ-সহ লিঙ্কযুক্ত ডিভাইসগুলিতে সেভ করতে চান কি না ৷
সাইবার প্রতারণা ঠেকাতে মেটার 'স্ক্যাম সে বাঁচো' কর্মসূচি
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে স্মার্টফোনটি হারিয়ে গেলে সহজেই কনট্যাক্টগুলি উদ্ধার করা যাবে ৷ মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তাদের ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সময় ব্যক্তিগত এবং ব্যবসায়িক পরিচিতিগুলিকে আলাদা করতে সহায্য় করবে নতুন ফিচারে ৷ এটি ব্যবহারকারীদের সমস্ত তথ্য আদান-প্রদানে আরও গোপনীয়তা বজায় রাখবে ৷
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে লো লাইট মোড
একটি ব্লগ পোস্টে, হোয়াটসঅ্যাপ ব্যাখ্যা করেছে যে এই আপডেটগুলি শেষ পর্যন্ত ব্যবহারকারীর নাম দ্বারা পরিচিতিগুলি পরিচালনা এবং সেগুলি সেভ করা সম্ভব হবে ৷ যা অতিরিক্ত মাত্রায় গোপনীয়তা যুক্ত করবে বলে আশা করা হচ্ছে ৷ নতুন ফিচারে আরও গোপনীয়তা বজায় থাকবে ৷ ব্যবহারকারীরা নম্বর ডিভাইসে সেভ না করে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ৷ হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রেও এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷