হায়দরাবাদ:জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের যোগ হল আরও এক নতুন ফিচার ৷ চলতি মাসের শুরুতেই ভিডিয়ো কলের জন্য নতুন ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি নতুন টাচ আপ এবং কম আলোর বিকল্পগুলি ফিচারের কথা ঘোষণা করেছিল। এবার যুক্ত হল নতুন লো লাইট মোড ৷ এবার থেকে ভিডিয়ো কলের সময় কম আলোতেো ব্যবহারকারীরা ভালোভাবে কথা বলতে পারবেন ৷
মাত্র 2 হাজার টাকাতে বুকিং করা যাবে স্যামসাং-এর স্মার্ট রিং
একটি ব্লগ পোস্টে, হোয়াটসঅ্যাপের তরফে জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে টাচ আপ-সহ লো লাইট মোডেও ব্যবহারকারীদের স্বাভাবিকভাবেই তাদের চারপাশের সৌন্দর্য এবং উজ্জ্বলতা বাড়াতে পারবেন ৷ এর ফলে ভিডিয়ো কল আরও প্রাণবন্ত হবে। এবার দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার কিভাবে ব্যবহার করবেন ৷
কীভাবে লো লাইট মোড কাজ করে
নতুন লো লাইট মোডে যখন WhatsApp-এ ভিডিয়ো কল করার সময়ে একটি বাল্বের চিহ্ন দেখা যাবে ৷ সেটি ট্যাপ করেলই এফেক্ট শুরু হবে লো লাউট মোডের ৷ এই বৈশিষ্ট্যটি সম্পর্কে বিস্তারিত জানতে নীচে দেওয়া টিপস অনুসরণ করুন ৷
- হোয়াটসঅ্যাপ খুলতে হবে
- পছন্দ মতো ব্যক্তিকে ভিডিয়ো কল করতে হবে
- এরপর উপরের ডানদিকে কোণায় বাল্বের মতো লোগোতে আলতো চাপ দিতে হবে
- ভিডিয়ো কলের সময় কম আলো মোড বন্ধ করতে, বাল্বের লোগোতে ট্যাপ করলে সেটি নিষ্ক্রিয় হয়ে যাবে