হায়দরাবাদ:দীর্ঘ অপেক্ষার পর ইচ্ছাপূরণ হতে চলেছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৷ এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও দেখতে পাবেন অ্যাপল টিভির কনটেন্ট ৷ অ্যান্ড্রয়েড ব্য়বহারকারীদের কথা ভেবে অ্যাপল টিভি+ চালু করা হয়েছে ৷ সহজেই গুগল প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে ৷ ব্যবহারকারীরা ট্যাবলেট এবং ফোল্ডেবল ডিভাইসে অ্যাপলের জনপ্রিয় অরিজিনাল শো এবং সিনেমা স্ট্রিম করতে পারবেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে তাদের গুগল প্লে অ্যাকাউন্ট থেকে অ্যাপল টিভি+ সাবস্ক্রাইব করতে পারবেন ৷ সাত দিনের বিনামূল্যে ট্রায়াল পরিষেবা ব্যবহারের সুযোগ পারবেন ৷ অ্যাপটি অফলাইনে দেখার জন্য শো এবং সিনেমা ডাউনলোড করার সুবিধা রয়েছে ৷ দীর্ঘ সময়ধরে বিমান যাত্রার সময় আগে থেকে ডাউনলোড করা কনটেন্ট অনায়াসে অফলাইনে দেখতে পারবেন ব্য়বহারকীররা ৷ অ্যান্ড্রয়েডের অ্যাপল টিভি+ অ্যাপটিতে iOS এবং iPadOS-এর মতোই 'কন্টিনিউ ওয়াচিং' এবং 'ওয়াচলিস্ট'-এর সুবিধা রয়েছে ।
ফলে ব্যবহারকারীদের তাদের সিনেমা বা ওয়েব সিরিজ যেখানে দেখা বন্ধ করেছিলেন সেখান থেকেই আবার শুরু করতে পারবেন ৷ প্রতিটি শো এবং সিনেমা যে সমস্ত অ্যন্ড্রয়েড ডিভাইসে অ্যাপল টিভি+ ডাউনলোড করা আছে সবগুলিতেই দেখা যাবে। ওয়াচলিস্ট ফিচার থাকায় ব্যবহারকারীরা পছন্দের শো অ্যাড করে রাখতে পারবেন ৷