প্যারিস/হায়দরাবাদ 26 অগস্ট:মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিরুদ্ধে তদন্ত শুরু ভারত সরকারের ৷ 24 আগস্ট ফ্রান্সের একটি বিমানবন্দর থেকে টেলিগ্রমের সিইও পাভেল দুরভকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেসেজিং অ্য়াপ ব্যবহার অবৈধ টাকা তোলা ও জুয়া খেলার মতো অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ উঠেছে ৷ এই অভিযোগ প্রমাণিত হলে 20 বছর পর্যন্ত জেল হতে পারে তাঁর ৷ প্রায় 900 মিলিয়ন অ্যাক্টিভ ব্যবহারকারী আছে টেলিগ্রামে ৷
বিশেষসূত্রে খবর পেয়ে ভারত সরকারের সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার টেলিগ্রামের উপর তদন্ত শুরু করে ৷ সেই তদন্তে এই মেসজিং অ্যাপটির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ৷ এই প্রসঙ্গেই এক সরকারি আধাকারিক জানান, অ্য়াপটির বিরুদ্ধে বেআইনভাবে টাকা তোলা ও জুয়া খেলার অভিযোগ উঠেছে ৷ তিনি বলেন, "সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভারত সরকার ৷ এই অভিযোগ প্রমাণিত হলে ভারতে নিষিদ্ধ হতে পারে অ্যাপটি ৷"
ওই আধিকারিক জানান ভারতে 5 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে টেলিগ্রামের ৷ অ্যাপটি বন্ধ হলে এই সমস্ত অ্য়াকাউন্টও ব্লক হয়ে যাবে স্বভাবতই ৷ তদন্তে পর সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ, বেশ কয়েকবছর ধরে টেলিগ্রাম এবং বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নানা ধরনের অপরাধমূলক কার্যকলাপের ঘটনা প্রকাশ্যে আসছে ৷ নাগরিকদের কোটি কোটি টাকা আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে ৷