পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

দ্রুত গরম হচ্ছে আইফোন, রিস্টার্ট না রিসেট; কী করবেন জেনে নিন - How do you factory reset an iPhone

How do you factory reset an iPhone: অনেক আইফোন ব্যবহারকারীদের একটি ভুল ধারণা রয়েছে, আইফোন রিস্টার্ট করলে তা ফোনের কার্যকারিতাকে প্রভাবিত করে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্য ভুল। রিস্টার্ট করলে আইফোনের পারফরম্যান্স আগের থেকে আরও ভালো হবে ৷

Easy I phone Hack For Batter Working
নির্ভয়ে রিস্টার্ট করুন আই ফোন

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 5:19 PM IST

হায়দরাবাদ: আইফোন রিস্টার্ট করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একাধিক ভুল ধারণা রয়েছে । অনেকেই মনে করেন, আইফোন রিস্টার্ট এবং ফ্যাক্টরি রিসেট করলে কার্যকারিতা বেড়ে যায় ৷ রিস্টার্ট/রিবুট করার পর ফোনের কী হবে, তা নিয়ে অকারণে অনেকে উদ্বিগ্ন হন। প্রযুক্তি বিশেষজ্ঞদের কথায় এটা একদমই ভুল ধারণা ৷ কী করলে আইফোন ঠিক থাকবে, জানালেন প্রযুক্তিবিদরা ৷

স্পিড-কুল-পাওয়ার

অনেকের একটি ভুল ধারণা আইফোন রিস্টার্ট করলে সেটির কার্যকারিতা প্রভাবিত হয়। কিন্তু, এর উলটো ব্যাখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আইফোন রিস্টার্ট করলে সেটির কার্যকারিতা আগের থেকে আরও ভালো হয়। কারণ রিস্টার্ট করার ফলে আইফোনের হার্ডওয়্যারের কয়েকমিনিটের জন্য হলেও থেমে যায় । যা ফোনটিকে ঠান্ডা হতে সাহায্য করে ৷ ডিভাইসটি ঠান্ডা হওয়ার অনায়াসেই সেটির কার্যকারিতা বৃদ্ধি পায় ৷ শুধু তাই নয়, রিস্টার্ট করলে ফোনের ব্যাকগ্রাউন্ডে চলমান অন্যান্য অ্যাপ এবং অন্যান্য সফ্টওয়্যার বন্ধ হয়ে যায়। যা মোবাইলের ব্যাটারি হেলথ ঠিক রাখতে সাহায্য করে ৷ ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ হওয়ায় ব্যাটারি পাওয়ার সাশ্রয় করে। ফলে মোবাইলের চার্জ সহজে শেষ হয় না ৷

প্রযুক্তিগত সমস্যারসমাধান

আইফোন ব্যবহারকারীরা বেশ কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন। রিস্টার্ট করলে সেই সমস্ত সমস্যার সমাধান সহজে মেলে ৷ এই প্রসঙ্গেই প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, যে প্রযুক্তিগত সমস্যা থেকে ডিভাইসটিতে রক্ষা করতে সফ্টওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে রিসেট করার জন্য 'রিস্টার্ট' এর চেয়ে ভালো উপায় ৷ রিস্টার্ট কারার ফলে আইফোনের প্রসেসর আরও সক্রিয় ও ভালোভাবে কাজ করে ৷ ব্রাউজিংয়ে গতি আনে । তাই আইফোন ভালো রাখতে বিশেষজ্ঞরা, প্রতিদিন অন্তত একবার আইফোনটিকে রিস্টার্ট করার পরামর্শ দেন।

ফ্যাক্টরি রিসেট বনাম রিস্টার্ট

কেউ কেউ 'রিস্টার্ট' বিকল্পটিকে 'ফ্যাক্টরি রিসেট' বিকল্পের সঙ্গে এক করে ফেলেন ৷ মনে রাখতে হবে দু’টি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি । রিস্টার্ট করলে আইফোন ব্যবহারকারীর কোনও ক্ষতি হয় না। নথি, ফাইল, আইডি, পাসওয়ার্ড, ফটো, ভিডিয়ো-সহ অন্যান্য তথ্য হারিয়ে যায় না ৷ কিন্তু আপনি যদি তাড়াহুড়ো করে 'ফ্যাক্টরি রিসেট' করেন সেক্ষেত্রে আইফোন থেকে ডেটা হারিয়ে যাবে। তাই ফ্যাক্টরি রিসেট অপশন ব্যবহার করার আগে ফাইলের ব্যাক-আপ অবশ্যই নিতে হবে। অন্যথায়, অন্য কোনও ডিভাইসে তথ্য স্থানান্তর করে নিতে পারেন । তবে রিস্টার্ট করলে এই সমস্ত কিছুই নষ্ট হয় না ৷ তাই নিশ্চিন্তে আই ফোন রিস্টার্ট করতে পারেন ৷

আরও পড়ুন:

  1. অটোমেটিক নয় ম্যানুয়াল গাড়ি বেশি পছন্দ ভারতীয়দের, কেন ? সমীক্ষা উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  2. ঘণ্টা খানেক বিভ্রাটের পর চালু ফেসবুক-ইনস্টা
  3. নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষিত রাখতে এআই ব্যবহারে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে অনুমতি নেওয়ার নির্দেশ কেন্দ্রের

ABOUT THE AUTHOR

...view details