হায়দরাবাদ: সদ্য় ভারতীয় বাজারে Maruti Suzuki লঞ্চ করেছে তাদের নতুন Maruti Dzire ৷ তারপরই নেক্সস্ট জেনেরেশন কমপ্যাক্ট সেডান Honda Amaze বাজারে আনার দিন ঘোষণা করল Honda Cars India । জানানো হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের 4 তারিখে Honda Amaze-এর ফেসলিফ্ট মডেল বাজারে আসবে ৷ নতুন এই মডেলের বাহ্যিক এবং অভ্যন্তরীণ ডিজাইনের কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন Honda Amaze--এর লেটেস্ট ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রয়েছে সিটি সেডান এবং এলিভেট SUV-র ৷
নতুন Honda Amaze-এর এক্সটেরিয়র ডিজাইন
নতুন Honda Amaze-এর সামনের দিকটি হন্ডার Evate SUV-এর থেকে আকারে একটু ছোট ৷ নতুন হেডল্যাম্পগুলি বেঁকানো টাইপের ৷ LED ডে টাইম রানিং ল্যাম্প রয়েছে এতে ৷ মসৃণ ক্রোম ট্রিম হেডলাইট ব্যবহার করা হয়েছে, হন্ডার এলিভেটের মডেলে সাধারণত এই ধরনের হেড লাইট ব্যবহার করা হয়েছে ৷ Amaze-এ রয়েছে একটি ষড়ভুজাকার গ্রিল ৷ এটি হেড লাইটটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে ৷
এছাড়াও হন্ডার ফেসলিফট মডেলে রয়েছে ফগ লাইট ৷ হন্ডা অ্যামেজে রয়েছে মাল্টি-স্পোক অ্যালয় হুইল ৷ পিছনের অংশটি দেখতে হোন্ডা সিটির মতো ৷ নম্বর প্লেট হাউজিংয়ের পাশের টেল-ল্যাম্পগুলিও সিটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া হয়েছে ৷ নতুন হন্ডা অ্যামেজের পিছনের বাম্পারটি আলাদা আগের মডেলের থেকে ৷ নতুন Honda Amaze অত্যাধুনিক সেডান মডেলের গাড়ির মতোই ৷ এমনটাই জানানো হয়েছে Honda Cars India-র তরফে ৷