পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

জওহরলাল নেহরু প্ল্যানেটরিয়ামে গেলে দেখা যাবে সূর্য যান 'আদিত্য-এল 1' - National Space Day Celebration

National Space Day: চন্দ্রযান 3 সাফল্য়ে পালিত হচ্ছে 'জাতীয় মহাকাশ দিবস' ৷ প্রতিবছর 23 অগস্ট দিনটি জাতীয় মহাকাশ দিবস' হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে ৷ এদিন বেঙ্গালুরুর জওহরলাল নেহরু প্ল্যানেটরিয়ামে উদযাপন হল 'জাতীয় মহাকাশ দিবস' ৷

Etv BharatNational Space Day
নেহরু প্ল্যানেটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী ভোসরাজু (নিজিস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 5:27 PM IST

বেঙ্গালুরু, 23 অগস্ট:জাতীয় মহাকাশ দিবস উদযাপনে মাতোয়ারা দেশ ৷ এই দিনটির উদযাপনে শুক্রবার বেঙ্গালুরুর জওহরলাল নেহেরু প্ল্যানেটরিয়ামে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই উপস্থিত ছিলেন কর্ণাটকের ক্ষুদ্র সেচ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এনএস ভোসরাজু ৷ প্ল্যানেটরিয়ামকে নতুন মোড়কে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৷ শীঘ্রই সেখানে রাখা হবে সূর্যযান আদিত্য এল-1 এর প্রতিকৃতি (লাইফ সাইজ) ৷ এদিন প্ল্যানেটরিয়ামের অনুষ্ঠানে এসে এমনটাই ঘোষণা করেছেন তিনি ৷

এদিন জওহরলাল নেহরু প্ল্যানেটরিয়ামে অনুষ্ঠিত জাতীয় মহাকাশ দিবসের কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, " বর্তমান প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এবং পড়ুয়াদের মধ্যে বৈজ্ঞানিক চেতনা বিকাশের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে । কর্ণাটকের 833টি আবাসিক স্কুলে টেলিস্কোপ সরবরাহ করছি। এতে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও বোঝার ক্ষমতা আরও বাড়বে ৷" তিনি আরও উল্লেখ করেন, আদিত্য এল-1 স্যাটেলাইটের একটি লাইফ-সাইজ রেপ্লিকা প্ল্যানেটরিয়ামে স্থাপন করা হবে । ইতিমধ্যেই ইসরো (ISRO) সঙ্গে প্রাথমিকস্তরের কথা অনেকটাই এগিয়ে গিয়েছে ৷

জওহরলাল নেহেরু প্ল্যানেটরিয়ামকে অত্যাধুনিকভাবে সজ্জিত করার কাজ চলছে ৷ অডিয়ো এবং ভিডিয়ো স্ক্রিন থেকে শুরু করে নানা ধরনের অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি বসানো পরিকল্পনা করা হয়েছে ৷ এই সমস্ত যন্ত্রাংশ বসানোর কাজ আগামী মাসের মধ্যে শেষ হয়ে যাবে ৷ পড়ুয়াদের জন্য বিশেষ বিভাগ শুরু করা হবে ৷ যাতে ছাত্র-ছাত্রীরা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয় ও সহজেই মহাকাশের বিষয়গুলি বুঝতে পারে ৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের নতুন প্রকল্পের জন্য সব ধরণের সহযোগিতা করেও প্রস্তুত বলে জানিয়েছেন কর্ণাটকের ক্ষুদ্র সেচ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এন এস ভোসরাজু ৷

মন্ত্রী উল্লেখ করেন, বিশ্বের কাছে ভারতের প্রযুক্তিগত সম্ভাবনা তুলে ধরেতই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হচ্ছে । ভারত প্রথম দেশ সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকরতে পেরেছে ৷ ইসরোর বিজ্ঞানীদের এই সাফল্য বর্তমা প্রজন্মকে মহাকাশ গবেশণা ক্ষেত্রে আরও উৎসাদী করবে এই আশা করা যায় ৷ ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা 100 টিরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে । চন্দ্রযান 1,2 সাফল্য না পেলেও এবং চন্দ্রযান 3 বিশ্বের দরবারে মহাকাশ গবেষণার ক্ষেত্রে মাইলফলক স্থাপন করেছে ।

এদিনের অনুষ্ঠানে শিবাজিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রিজওয়ান আরশাদ, বেঙ্গালোর অ্যাসোসিয়েশন ফর সায়েন্স এডুকেশনের ভাইস প্রেসিডেন্ট ড. টি কে অ্যালেক্স, জওহরলাল নেহরু প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর ড. গুরু প্রসাদ-সহ শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details