হায়দরাবাদ: সোশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিঙ্কডইন-এর 10টি নতুন ভাষা বিকল্প হিসেবে যোগ করা হয়েছে ৷ যার মধ্যে চারটি আঞ্চলিক ভাষা রয়েছে ৷ বাংলা, মারাঠি, তেলেগু, পাঞ্জাবি-সহ ভিয়েতনামী, গ্রীক, ফার্সি, ফিনিশ, হিব্রু, হাঙ্গেরিয়ান ভাষা যুক্ত হয়েছে বিকল্প হিসেবে। নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের তরফে ঘোষণা করা হয়েছে এবার থেকে হিন্দি-সহ পাঁচটি ভারতীয় ভাষা সমর্থন করবে লিঙ্কডইন ৷
মিলিটারি গ্রেড মেটিরিয়ালে তৈরি এই স্মার্টফোন জল-ধুলোতেও অক্ষত
LinkedIn-এ ভারতীয় ভাষার সংযোজন: নতুন যোগ করা বিদেশী ভাষাগুলির মধ্যে রয়েছে ভিয়েতনামী, ফার্সি, গ্রীক, হিব্রু, ফিনিশ এবং হাঙ্গেরিয়ান ভাষা। এছাড়াও, ব্যবহারকারীরা এখন ভারতীয় ভাষা যেমন বাংলা, মারাঠি, পাঞ্জাবি, তেলেগু-র মতো আঞ্চলিক ভাষাও বিকল্প হিসেবে লিঙ্কডইন-এ ব্যবহার করতে পারবেন। লিঙ্কডইন-এ ইতিমধ্যেই হিন্দি ভাষার ব্যবহারের সুবিধা আছে ৷ এবার যুক্ত হল নতুন 10টি ভাষা ৷