হায়দরাবাদ:সিমকার্ড অ্যাক্টিভ রাখতে এবার 99 টাকার রিচার্জ করলেই হবে ৷ সম্প্রতি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (ভিআই), এবং বিএসএনএল (ভারত সঞ্চার নিগম লিমিটেড) গ্রাহকদের কথা ভেবে বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান আপডেট করেছে । নতুন আপডেটেড প্রিপেইড প্ল্যানে সিম কার্ড অ্যাক্টিভ রাখার খরচ আগের থেকে অনেকটাই কমেছে ৷ এবার জেনে নেওয়া যাক সাশ্রয়ীমূল্যে কি রিচার্জ প্ল্যান পাওয়া যাচ্ছে ৷
ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ধামাকা অফার! বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন
2025 সালের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান
ভোডাফোন আইডিয়া (Vi): Vi ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই সবচেয়ে সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান চালু করেছে ৷ বেশ কয়েটি সার্কেলে 99 টাকা থেকে শুরু হচ্ছে রিচার্জ প্ল্যানের দাম ৷ এটির বৈধতা 15 দিনের ৷ এই রিচার্জে 500MB ডেটা পাবেন ব্যবহারকারীরা ৷ কোনও টকটাইম বা এসএমএসের সুবিধা নেই ৷ এছাড়াও 155 টাকার প্ল্যান রয়েছে । এই প্ল্যানে 20 দিনের বৈধতা, 1GB ডেটা ও সীমাহীন ভয়েস কলের সুবিধা 300 SMS ব্যবহারের সুবিধা রয়েছে । তবে স্ট্যান্ডার্ড রেটে 1900 নম্বরে পোর্ট-আউট SMS পাঠাতে পারবেন ব্যবহারকারীরা ।
রিলায়েন্স জিও (Reliance Jio): জিও তাদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে একটি রিচার্জ প্ল্যান এনেছে ৷ সিম কার্ড অ্যাক্টিভ রাখতে 189 টাকার রিচার্জ প্ল্যানটি কিনতে পারেন । এই প্ল্যানটির মেয়াদ 28 দিনের ৷ এতে আনলিমিটেড ভয়েস কল, 300টি এসএমএস এবং 2 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও, এটি জিও অ্যাপ থেকে রিচার্জ করা যায ৷ এই প্ল্যান রিচার্জে জিওটিভি এবং জিওক্লাউড-এর সুবিধা আছে ।