নয়াদিল্লি: 'মেড ইন ইন্ডিয়া' প্রকল্পে দেশে উৎপাদন হচ্ছে আইফোন ৷ কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিমে চলতি অর্থবর্ষে (FY25) অ্যাপলের আইফোনের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ব্যপক হারে ৷ সাত মাসে দেশে উৎপাদিত আইফোনের মূল্য $10 বিলিয়ন মার্কিন ডলার ৷ রফতানি হওয়া ডিভাইসের মূল্য $7 বিলিয়ন ৷ যা একটি রেকর্ড ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মার্কিন টেক জায়েন্ট অ্যাপল ভারতে গত অর্থবছরে (FY24) $14 বিলিয়ন মার্কিন ডলারের আইফোন এসেম্বল করেছে ৷ রফতানি হওয়া আইফোনের মূল্য $10 বিলিয়ন মার্কিন ডলার ৷
সদ্য এক্স হ্যান্ডেলে একটি পোস্টে, কেন্দ্রীয় রেল, ইলেকট্রনিক্স এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "পিএলআই স্কিমের দৌলতে 7 মাসেই আরেকটি মাইলফলক ছুঁয়েছে অ্যাপল।" অ্যাপলের 7 বিলিয়ন মার্কিন ডলার রফতানি ও $10 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আইফোন উৎপাদন হয়েছে । ভারত থেকে মোট স্মার্টফোন রফতানি মূল্য $10.6 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে । তিনি আরও উল্লেখ করেন, অ্যাপল ইকোসিস্টেম চার বছরে 1,75,000 নতুন সরাসরি কর্মসংস্থান তৈরি হয়েছে ৷ যার মধ্যে 72 শতাংশের বেশি মহিলা কর্মী নিয়োগ হয়েছে ।
Cupertino (ক্যালিফোর্নিয়া)-ভিত্তিক টেক জায়ান্ট চলতি অর্থবছরের (FY25) প্রথম সাত মাসে ভারত থেকে আইফোন রফ 60,000 কোটি টাকা (প্রায় $7 বিলিয়ন) ছুঁয়েছে৷ এপ্রিল-অক্টোবর সময়ের মধ্যে, কোম্পানিটি প্রতি মাসে প্রায় 8,450 কোটি টাকার (প্রায় $1 বিলিয়ন) আইফোন রপ্তানি করেছে, তথ্য অনুসারে।